বাংলার ভোর প্রতিবেদক
পূর্ণ সংস্কার না করা হলে দেশে কোন নির্বাচন নয় এমন দাবি করেছে বাংলাদেশ এবি পার্টি। শনিবার বিকেলে প্রেসক্লাব যশোরে আমার বাংলাদেশ (এবি) পার্টির খুলনা বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এমন দাবি করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশ ও জুলাই আগস্টের নতুন দেশে নতুন করে ষড়যন্ত্র করা হচ্ছে। এই ষড়যন্ত্রকারীরা বর্তমান বাংলাদেশের অর্ন্তবর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্নভাবে চক্রান্ত করছে। এই ষড়যন্ত্রকারীদেরকে প্রতিহত করতে আমার বাংলাদেশ (এবি) পার্টির সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইয়ামিনুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন এবি পার্টির কেন্দ্রিয় কৃষি বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান, বেসরকারি উন্নয়ন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান ও এবি যুব পার্টির কেন্দ্রিয় সদস্য সচিব হাদিউজ্জামান খোকন। খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুল কাদেরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মাগুরা জেলা এবি পার্টির আহবায়ক ইমরান নাজির, নড়াইল জেলা কমিটির আহবায়ক মাহাবুবুর রহমান প্রমুখ।
শিরোনাম:
- অভয়নগরে পুলিশের অভিযান, একাধিক মামলায় গ্রেফতার-৭
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে যশোরের রাজনীতিকদের অঙ্গীকার, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি
- তরিকুল ইসলামের কবর জিয়ারত করলেন স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ
- নাশকতা রোধে রাজপথে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে রাজনৈতিক দল
- অভয়নগরে চোরকে গলধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
- ঝিকরগাছায় গ্যাস লাইটের আগুনে পুড়ে ছাই বসতবাড়ি
- রাস্তা সংস্কারের দাবিতে ইউএনওকে স্মারকলিপি
- মণিরামপুরে বায়োলিডের মাঠ দিবস পালিত
