বাংলার ভোর প্রতিবেদক
যশোরে জামায়াতের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে যশোর সদরের যশোর পৌরসভার ৪ নং ওয়ার্ডের পালবাড়ি নতুন খয়েরতলা এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। যশোর পৌরসভার ৪নং ওয়ার্ডের জামায়াতের সভাপতি মাওলানা কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন যশোর সাংগঠনিক জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল, বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, যশোর জেলা কর্মপরিষদের সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, পৌর উত্তর থানার আমির নুর-ই আলা আল মামুন, থানা কর্ম পরিষদের সদস্য বদরুজ্জামান ৪নং ওয়ার্ড সেক্রেটারি অধ্যাপক আসাদুজ্জামান প্রমুখসম্প্রীতি সমাবেশ পরিচালনা করেন শাহ আলম।
সমাবেশে বক্তরা বলেন, দলমত নির্বিশেষে সকল ধর্মের মানুষের মাঝে সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হবে। কুরআনের আইন প্রতিষ্ঠা করে ঘুনে ধরা এই সমাজকে পরিবর্তন করতে হবে। ঐক্যবদ্ধভাবে গত ৫ আগস্ট ছাত্র জনতার যে বিজয়ের মাধ্যমে স্বৈরাচারী শাসকের পতন হয়েছে। স্বৈরাচার সরকার দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে বলে ভিবিন্ন ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাই দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। রাজপথে সকলের ঐক্যবদ্ধ মজবুত অবস্থানের মাধ্যমে সকল ধর্মের মানুষের মাঝে সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হবে।
গত ১৬ বছরের সকল খুন, গুম, হত্যা, নির্যাতনের সাথে জড়িত স্বৈরাচারী শেখ হাসিনাসহ সকল অপরাধীকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এজন্য নেতা কর্মীদেরকে পাড়া মহল্লায় দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
শিরোনাম:
- রোটারি ক্লাব অব যশোর ইস্টের ৩৯তম অভিষেক ক্রিকেট সকলের ভালবাসার জায়গা : বিসিবি প্রেসিডেন্ট
- কমতির পথে সবজি-মাছ : স্বস্তিতে ক্রেতা
- হাদির মৃত্যুতে যবিপ্রবিতে গায়েবানা জানাজা, শনিবার ক্লাস পরীক্ষা বন্ধ
- বেনাপোল সীমান্তে বিক্ষোভ : হাদির খুনিদের ফেরত দিতে আলটিমেটাম
- ৮ নম্বর ওয়ার্ড যুবদল আয়োজিত স্বজন সমাবেশে অমিত বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে পারিবারিক কার্ড চালু করা হবে
- স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: যবিপ্রবি উপাচার্য
- যশোর শামস-উল-হুদা ফুটবল একাডেমির ভর্তি ট্রায়াল ফুটবলার হওয়ার স্বপ্ন ওদের চোখে-মুখে
- নিখোঁজের ২২ দিন পর সেই পুলিশ কনস্টেবলের খোঁজ মিলেছে পঞ্চগড়ে, তবে জীবিত নয়
