বাংলার ভোর প্রতিবেদক
শিক্ষক ও শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধে সরকারের ব্যবস্থা গ্রহণের দাবিতে নয়াগণতান্ত্রিক গণমোর্চা ও জাতীয় মুক্তি কাউন্সিল যশোর অঞ্চলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার বেলা ১২ টায় শহরের চারখাম্বা এলাকায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে গণমোর্চার যশোর অঞ্চলের আহবায়ক খবির শিকদারের সভাপতিত্বে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সদস্য সুরাইয়া শিকদার এশা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সম্পাদক জাহিদুল ইসলাম, জাতীয় মুক্তি কাউন্সিল জেলা সদস্য ইয়াসির আরাফাত, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সংগঠক সুমাইয়া শিকদার ইলা। এ সময় উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক জিল্লুর রহমান ভিটু, শিমুল বিশ্বাস, শামীম হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষকতা হচ্ছে মহান পেশা যেখানে শিক্ষকদের সর্বোচ্চ সম্মান পাওয়া উচিত সেখানে আমাদের রাষ্ট্র পুরোপুরি ভাবে ব্যর্থ। এই লজ্জা আজ শুধু আমাদের নয় পুরো জাতির।

এ্যাপারেল প্লাস ইকো লিমিটেড এবং টিএনজেড এপারেলস লিঃ, এপারল আর্ট লিমিটেড শ্রমিকেরা গত ৩ মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গত ৫ দিন ধরে শ্রম ভবনের সামনে অবস্থান করলেও পাওনা পরিশোধে মালিক এবং সরকার কেউ কোন উদ্যোগ গ্রহণ করছেন না। উল্টো শ্রমিকদের নানাভাবে নির্যাতন করছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version