বাংলার ভোর প্রতিবেদক

যশোরে অনৈতিক কর্মকাণ্ড মীমাংসা হয়ে যাওয়ার পরও মীমাংসাকারীর পিতা আবুল হোসেনকে (৬৭) পিটিয়ে জখম করেছেন প্রতিপক্ষ। সোমবার বেলা ১১টার দিকে সদর উপজেলার সাড়াপোল এলাকায় এ ঘটনা ঘটে।

হাসপাতালে আহত জানান, রোববার দিনগত রাতে সদর উপজেলার রুপদিয়া বিনোদমোড় এলাকার আব্দুল গনির ছেলে সাকিব হোসেন সাড়াপোল এলাকার অনৈতিক কাজের জন্য মাজেদের মেয়ের ঘরে প্রবেশ করে। এসময় স্থানীয় লোকজন ও আত্মীয়-স্বজন তাহাদেরকে ঘরের ভিতরে আটক করে।

পরে ওই রাতে আবুল হোসেনের ছেলের নাসিরসহ স্থানীয় লোকজন বিষয়টি মিমাংসা করে দেয়। পরে সোমবার বেলা ১১টার প্রতিবেশী আব্দুল গনি ওই রাতের ঘটনাকে কেন্দ্র করে আহতের বাড়ির এসে কথা কাটাকটির করে। একপর্যায়ে আব্দুল গনির হাতে থাকা বাশের লাঠি দিয়ে আহত আবুল হোসেনের মাথায় আঘাত করে। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

জরুরি বিভাগের ডাক্তার রফিকুল ইসলাম জানিয়েছেন, আহতের মাথায় আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

Share.
Leave A Reply

Home
News
Notification
Search
Exit mobile version