বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরতলীর ঝুমঝুমপুরে ময়লাখানা উচ্ছেদ সংগ্রাম পরিষদের উদ্যোগে পরিবেশ দূষণ বিরোধী বিক্ষোভ সমাবেশ হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌরসভার ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্ট চত্বরে সমাবেশ করা হয়।

সমাবেশে ময়লাখানার দুর্গন্ধ বন্ধ, ময়লা পুড়িয়ে দুর্গন্ধ সৃষ্টির প্রতিবাদে এবং অবিলম্বে ময়লাখানাটি হরিনার বিলে স্থানান্তরের দাবি জানান নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ হুশিয়ার দিয়ে বলেন, ময়লাখানার চতুর্দিকে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, বিজিবি রিজিয়ন ও আবাসিক এলাকা গড়ে ওঠায় এখানে আর ময়লাখানা রাখার কোন সুযোগ নেই। দীর্ঘদিন ধরে ময়লাখানার মধ্যে দুটি কোম্পানি পৃথকভাবে ময়লা পুড়িয়ে সার তৈরি করে আসছে। ময়লা পোড়ানোর বিষাক্ত গন্ধে আশপাশের মানুষ শ্বাসকষ্ট জনিত রোগসহ নানা জটিল ও কঠিন রোগে ভুগছেন। ময়লা পোড়ানোর দুর্গন্ধ এতই প্রকট যে, এই ধোয়া নাকে ঢোকার সাথে সাথে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। কয়েক মাস ধরে এলাকাবাসী ও সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ ময়লাখানার প্রজেক্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে বার বার পদক্ষেপ গ্রহণ করার তাগিদ দিলেও তারা দূষণ প্রতিরোধে কোন ভূমিকা রাখেননি। পক্ষান্তরে পরিবেশ দূষণে আরও জোরদার কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা ।

নেতৃবৃন্দ হুঁশিয়ার করে বলেন, আগামী ২৬ মার্চের মধ্যে কর্তৃপক্ষ দূষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে চিরতরে শহরের ময়লা ঢোকা ও ওয়েস্ট প্রকল্প বন্ধ করে দেয়া হবে।

সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, ময়লাখানা উচ্ছেদ সংগ্রাম পরিষদের আহ্বায়ক শেখ দিনু আহমেদ, সংগ্রাম পরিষদের অন্যতম নেতা অ্যাড. রোকনুজ্জামান, সদস্য মিজানুর রহমান খোকন, রাশেদুল ইসলাম, হাসমত আলী জীবন প্রমুখ।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version