বাংলার ভোর প্রতিবেদক
যশোরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে জেলা ইউনিটের উদ্যোগে আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে এ অনুষ্ঠানে জেলার শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। বীরমুক্তিযোদ্ধা মুযহারুল ইসলাম মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম। বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সবুর হেলাল, আফজাল হোসেন দোদুল, আব্দুস সাত্তার, আব্দুল ওহাব, আবুল কাশেম, মণিরামপুর উপজেলার সাবেক কমান্ডার ইকবাল হোসেন, ঝিকরগাছা উপজেলার সাবেক কমান্ডার গোলাম রসুল, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আনিসুর রহমান প্রমুখ।
এছাড়া কর্মসূচিতে অংশ নেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, যুগ্মসম্পাদক চান মিয়া, সাংগঠনিক সম্পাদক শেখ তৌহিদুর রহমান শাহীন, সদস্য মোহাম্মদ মুন্না, জেলা রিক্সা ভ্যান শ্রমিক লীগের সভাপতি আবু তাহের, যুগ্মসম্পাদক খান মোহাম্মদ ওসমান গনী, ইজিবাইক শ্রমিকলীগের সভাপতি আবু হাসান প্রমুখ।
দোয়া মাহফিল ও স্মরণ সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে তারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। দীর্ঘ ৯ মাস স্বাধীনতা যুদ্ধ শেষে দেশকে শত্রুমুক্ত করেন। স্বাধীনতার এত বছর পরও পরাজিত শক্তিরা মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে ফেলতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ৫ আগস্ট দেশব্যাপি বঙ্গবন্ধুর ভাস্কর্য, মূর্তি ভাঙ্গার তিব্র নিন্দা জানান তারা।
বক্তারা দেশব্যাপি বঙ্গবন্ধুর ভাস্কর্য, প্রতিকৃতি ভাংচুরের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুর নাম ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি সকল বাঙ্গালির শ্রদ্ধার পাত্র। তাকে নিয়ে রাজনীতি না করায় ভালো।
##

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version