বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আক্তারুল কবির মিলনের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদাদাবির অভিযোগে যশোর আদালতে মামলা হয়েছে। মামলাটি করেছেন ঝিকরগাছা উপজেলার গদখালী গ্রামের মহাসিন। অভিযোগ আমলে নিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া ডিবিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলায় অজ্ঞাত আরও ৭/৮জনকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা বাবলাতলায় বাদীর তুলার দোকান রয়েছে। ওই দোকানে এসে মিলন বিভিন্ন সময় ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। না দেয়ায় হত্যার হুমকিসহ নানা ধরনের হুমকি দিতেন মিলন। সর্বশেষ গত ৯ সেপ্টেম্বর বিকেল ৫টার পর মিলনসহ অজ্ঞাত আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে দোকানে আসেন। এরপর তাকে ঘিরে ফেলে ওই দশ লাখ টাকা চাঁদাদাবি করেন। টাকা না দেয়ায় বাদীকে মারপিট করে। পরে বাদীকে একটি মোটরসাইকেলে উঠিয়ে বকচর এলাকার একটি ক্লাবঘরে নিয়ে যায়। সেখানে নিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তিনটি নন জুডিসিয়াল স্টাম্পে সই করিয়ে নেই। একই সাথে ব্যাংকের চারটি চেকের পাতায় সই করে নেয়। পরে বলে চাঁদার ১০ লাখ টাকা ম্যানেজ করে দিতে হবে অন্যথায় খুন গুমের হুমকি দেয় মিলনসহ অন্যরা। বাধ্য হয়ে বাদী আদালতে মামলা করেন। বিচারক ডিবিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
শিরোনাম:
- আগামীর রাজনীতি হবে মানবকল্যাণে : তারেক রহমান
- রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কাজ করবে : শারমীন এস মুরশিদ
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে বিএনপির শ্রদ্ধা
- শহীদ জিয়ার জন্মবার্ষিকী : যশোরে ছাত্রদলের ম্যারাথনে দৌঁড়ালেন তরুণ-প্রবীণরা
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনে আমাদের ভাবনা
- নারীর নগ্ন ছবি ভাইরাল করার ভয় দেখিয়ে চাঁদা দাবি, যুবক আটক
- যশোরে বিদেশি কুকুরের একসাথে ১৪ টি বাচ্চা প্রসব
- গণপিটুনিতে হত্যার বিচার দাবিতে যশোরে মানববন্ধন

