বাংলার ভোর প্রতিবেদক
দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে যশোরে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের উদ্যোগে সার্ভেয়াররা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট হয়। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ার ও সমমানের পদে কর্মরতদের অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ন্যায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বিভিন্ন দপ্তরের সার্ভেয়ারা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট করে।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের জেলা আহবায়ক ও জেলা প্রশাসক সার্ভেয়ার জাহিদুল ইসলাম, তৌহিদুল হক ও সতেন্দ্র নারায়ণ। সড়ক ও জনপদ বিভাগের সার্ভেয়ার সাইফুল ইসলাম, সজীব হোসেন। উপজেলা সার্ভেয়ার সাইফুল ইসলাম, রিয়াজ হোসেন, ফিরোজ হোসেন, পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার নাঈম হোসাইন (প্রকৌশলী), রাজস্ব সার্ভেয়ার সাজ্জাদুল হক মিলন, সহকারী রাজস্ব কর্মকর্তা সাইমুন হোসেনসহ এলজিডি অফিস, পৌরসভা, সেটেলমেন্ট অফিসসহ অন্যান্য দপ্তরের সার্ভেয়ারগণ।

উল্লেখ্য, কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটে যশোরে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ আগামি ৩ রা আক্টোবর পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।

Share.
Exit mobile version