বাংলার ভোর প্রতিবেদক
যশোরে সৌখিন খামারি এসোসিয়েশন বাংলাদেশের খুলনা বিভাগীয় উদ্যোক্তা সম্মেলন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের মুজিব সড়কে স্থানীয় একটি হোটেলে সৌখিন খামারি এসোসিয়েশন বাংলাদেশের উদ্যোগে খুলনা বিভাগীয় উদ্যোক্তা সম্মেলন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাতা সিয়াম মুহাম্মদ বলেন বর্তমানে ৮৩ হাজার সদস্য নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্য বেকারদের জন্য কর্মসংস্থান গড়ে দেয়া এবং সারা বাংলাদেশের খামারিদেরকে সহযোগিতা করা পাশাপাশি ৬৪ জেলায় মেসেঞ্জার টিম গঠন করা হয়েছে যেখানে সাপ্তাহিক সভার মাধ্যমে ফ্রি প্রশিক্ষণের মাধ্যমে মানস্মমত প্রাণির জাত, খামার ব্যবস্থাপনা, রোগ বালাই ও চিকিৎসা সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়।

সৌখিন খামারি এসোসিয়েশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা মাহফুজুর রহমান সিয়ামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সভাপতি সুজন হাসান জয়, সাধারণ সম্পাদক আবু তাহের সৌরভ, সহসাধারণ সম্পাদক মশিউর রহমান ফরহাদ, দপ্তর সম্পাদক আহসান কবির, গ্রুপ মডারেটর ও ম্যানেজমেন্ট টিম ফয়সাল জুবায়ের, ম্যানেজমেন্ট টিম মীর রাকিব হোসেনসহ বিভিন্ন জেলার প্রতিনিধিগন।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version