বাংলার ভোর প্রতিবেদক
জামায়াত ইসলামী যশোর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার সকালে জামায়াত যশোরে জেলা কার্যালেয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর এমএম কলেজের সাবেক ভিপি বিশিষ্ট শিল্পপতি আব্দুল কাদের। প্রধান অতিথি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় অসহায় মানুষের সাহায্য করে যাচ্ছে, আগামীতেও করবে ইনশাআল্লাহ। জামায়াত দেশ শাসনের সুযোগ পেলে একটি মানবিক সমাজ গঠন করবে।

তিনি বলেন, শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে জামায়াত ইসলামী কম্বল বিতরণ করছেন। সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা। একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে স্ব-স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিয়েগ করতে হবে। জনসেবায় করা পরম এবাদত। এক নম্বর ওয়ার্ডের সভাপতি আহমদ আলী মুকুল সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন যশোর শহর শাখার নায়েবে আমির মাওলানা ইসমাইল হোসেন, অ্যাডভোকেট আব্দুর রহমান সহ প্রমুখ।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version