বাংলার ভোর প্রতিবেদক
যশোর প্রিজম এগ্রো এণ্ড ফুডের উদ্যোগে কৃষি ব্যবসায় তরুণ এবং নারী উদ্যোক্তাদের ১২ দিনব্যাপি অন-দ্যা-জব প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ধর্মতলা এলাকায় প্রতিষ্ঠানের কার্যালয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা, প্রিজম এগ্রো এন্ড ফুডের প্রোপাইটর মুসলিমা খাতুনের সভাপতিত্বে বক্তৃতা করেন ডক্টর সুনিল কুমার রায়, প্রিজম হোটেল ম্যানেজমেন্ট এণ্ড স্কিল ডেভোলপমেন্ট ইন্সিটিটিউটের চেয়ারম্যান বশির আহম্মেদ চন্দন। প্রশিক্ষণে ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।