সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরা সদর উপজেলার রায়পুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা স্বামী পরিত্যাক্তা রাহিমাকে হত্যার চেষ্টার অভিযোগে হওয়া মামলায় থানা পুলিশ রাশিদা খাতুন নামি এক মহিলাকে আটক করেছে।

মামলা সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই সন্ধ্যায় রায়পুর আশ্রয়ণ প্রকল্পের ঘরে স্বামী পরিত্যাক্তা রাহিমাকে পূর্ব শত্রুতার জেরে কাঠের চলা, লোহার রড, কাইচি নিয়ে এলাপাতাড়িভাবে রাহিমাকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে রক্তাক্ত জখম করে। এ সময় হামলাকারী রাহিমার মাথার চুল কেটে ও আগুনের ছ্যাকা দিয়ে হাত ও পায়ের বিভিন্ন স্থানে পুড়িয়ে দেয়।

ওই ঘটনায় সাতক্ষীরা হাসপাতালে চিকিৎসাধীন রাহিমা রায়পুর গ্রামের শহিদুল মোল্লার স্ত্রী আমেনা খাতুন, আব্দুল গফফার সরদার, রাশিদা খাতুন, জাহিদুল ইসলাম এবং আজিজুর রহমানকে আসামি করে মামলা করলে পুলিশ রাশিদা খাতুনকে আটক করে জেল হাজতে পাঠিয়েছেন। আসামিদের আটকের বিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম বলেন, আমরা রাশিদা নামে এক মহিলাকে আটক করেছি। খুব শীঘ্রই অন্যান্য আসামিদের আটক করা হবে।

Share.
Exit mobile version