শ্যামনগর সংবাদদাতা
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় রমজাননগর ইউপির টেংরাখালী জামে মসজিদ, টেংরাখালী বায়তুন নাজাত হাফিজিয়া কাওমী মাদ্রাসার জায়গা উদ্ধার ও টেংরাখালী যুবকল্যাণ এসোসিয়েশনের মাঠ রক্ষায় এলাকাবাসীর পক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪টায় টেংরাখালী গ্রামের সর্বস্তরের জনগনের আয়োজনে ব্যানারে স্লুইসগেট সংলগ্ন খেলার মাঠের ধারে কয়েক হাজার জনগণ স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টু ও এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আল মামুনের যৌথ নেতৃত্বে মানববন্ধন করে। এ সময় বক্তরা বলেন, মাদার নদীর চর ভরাটের খাস জায়গার উপর নির্মিত টেংরাখালী ফুটবল মাঠ। মাঠটি ক্ষতিগ্রস্ত হওয়ায় চিত্তবিনোদন থেকে বঞ্চিত হচ্ছে এলাকার যুব সমাজ। মাঠটি সংস্কার প্রয়োজন। মাঠটি স্থানীয় যুব সমাজ সহ সর্বস্তরের জনগন সংস্কারের উদ্যোগ গ্রহণ করলে ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জেলা ম্যাজিস্ট্রেট আদালতে গত ৯ সেপ্টেম্বর মামলা করেন। সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী টেংরাখালী জামে মসজিদের, টেংরাখালী বায়তুন নাজাত হাফিজিয়া কাওমী মাদ্রাসার জায়গা ও টেংরাখালী যুবকল্যাণ এসোসিয়েশনের মাঠের জায়গা অবৈধভাবে দীর্ঘ প্রায় একযুগ ধরে জবর দখল করে মৎস্য চাষ করে লাখ লাখ টাকা আয় করে। এতে রাজনৈতিক প্রভাব দেখিয়ে এ জমি অবৈধভাবে দখল রাখতে আব্দুল বারী মেম্বর (সাবেক) এলাকার শত শত মানুষ কে জিম্মি করে এবং ব্যক্তি বিশেষের ডজনের উর্ধে মামলা দিয়ে জোরপূর্বক টাকা আদায় করেন নিরীহ মানুষের কাছ থেকে।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সেক্রেটারী(ভারপ্রাপ্ত) আব্দুল মজিদ, আবু হেনা মোস্তফা কামাল, মোখলেছুর রহমান মিলন, ইস্রাফিল হোসেন, আ. মান্নান গাজী, আ. রাজ্জাক, নুরুজ্জামান, মনিরুজ্জামান, আ. মান্নান প্রমুখ।
##
শিরোনাম:
- সন্তানের চিকিৎসায় ব্যকুল অভিভাবক
- তফসিল ঘোষণা : স্বাগত জানিয়ে যশোরে বিএনপির মিছিল
- এনবিআর সদস্য’র সাথে যশোর চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়
- মণিরামপুরে শান্তির সুবাতাস বহমানের ব্যবস্থা করা হবে : শহীদ ইকবাল
- দেশের স্বার্থ জলাঞ্জলিদানকারীদের ক্ষমতায় আসতে দেয়া হবে না : নার্গিস বেগম
- চৌগাছায় প্রয়াত বিএনপি নেতার কবর জিয়ারত করলেন জহুরুল ইসলাম
- যশোরে ইয়াবাসহ নারী আটক
- যশোরে শিশুদের শীত পোশাক দিল ‘ইমপেক্ট ইনিশিয়েটিভ’

