বাংলার ভোর প্রতিবেদক
বই পড়া অভ্যাস গড়ার লক্ষ্যে যশোরে যাত্রা শুরু করা জনপ্রিয় সাহিত্য সংগঠন ‘সপ্তাহে একটি বই পড়ি’-এর নতুন অফিসের উদ্বোধন এবং সাহিত্য পাঠচক্র আনুষ্ঠানিক সূচনা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের স্টেডিয়াম গ্যালারি মার্কেটে সংগঠনের নতুন অফিসে আয়োজিত অনুষ্ঠান মিলনমেলায় রূপ নেয়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি শাহ্জাহান কবীরের সভাপতিত্বে এবং পাঠচক্রবন্ধু লিমা খাতুন ও মুরাদ হোসেন সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শামীমা আখতার, বিশেষ অতিথি ছিলেন একই কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক বিদ্যুৎ কুমার কুন্ডু, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক শাহাদাৎ হোসেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আহসান মোহাম্মদ ইকরামুল কবীর, প্রভাষক আজিজুর রহমান, রূপালি ব্যাংক পিএলসি যশোর কর্পোরেট শাখার এজিএম শহিদুল ইসলাম, অগ্রণী ব্যাংক পিএলসি বাজার শাখার ম্যানেজার সেলিম রেজা, জেলা তথ্য কর্মকর্তা সাঈদ-উর-রহমান এলিন, সাংবাদিক ইন্দ্রজিৎ রায় ও জাহিদ হাসান, কবি ও অনুগল্পকার মামুন আজাদ, উদ্যোক্তা শাহেদ চৌধুরী প্রমুখ।
প্রথম পর্বে লাল ফিতা কেটে নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠাতা শাহ্জাহান কবীর ও উপস্থিত অতিথিবৃন্দ। দ্বিতীয় পর্বে সাহিত্য পাঠচক্র ২০২৫-এর আনুষ্ঠানিক সূচনা হয়। উচ্চতর অধ্যয়ন সভার পরিচালক অভিজিৎ কুমার তরফদার স্বাগত বক্তব্য দেন। এরপর শিল্পী মুস্তাহিদ হাসান শাকিলের কণ্ঠে উদ্বোধনী সঙ্গীত পরিবেশিত হয়। এরপর সাহিত্য পাঠচক্র ২০২৫-এর নতুন সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। এরপর সপ্তাহের পঠিত বই, শুভেচ্ছা স্মারক নোট প্যাড ও কলম নতুন সদস্যদের হাতে তুলে দেয়া হয়। প্রাক্তন সদস্যদের অভিজ্ঞতা বিনিময় পর্বে অনুভূতি প্রকাশ করেন হরিদাস বিশ্বাস ও নুরুন্নবী। নতুন সদস্যদের অনুভূতি প্রকাশ পর্বে যোগ দেন জান্নাতুল ফেরদৌস ইলা, আফরিন নূর ও আবু তাহের। রুবাই পাঠ করে শোনান কবি মামুন আজাদ। এছাড়া সমগ্র অনুষ্ঠানে কবিতা ও সঙ্গীত পরিবেশনা এবং অতিথি আলোচনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব ছিল প্রাণবন্ত।
অতিথি বক্তারা বইপাঠের অভ্যাস গঠনে এ উদ্যোগকে ধ্রুপদী উদ্যোগ ও অবশ্য প্রয়োজনীয় বলে অভিহিত করেন। তারা বলেন, “এই উদ্যোগ তরুণদের সৃজনশীল ও মানবিক করে তুলতে ভূমিকা রাখবে। বই পড়ার পাশাপাশি সামাজিক ও মানবিক কাজে সম্পৃক্ত হতে হবে। সুন্দরের যে আলোয় প্রজ্বলিত হচ্ছে এ গৃহ; সবখানে ছড়িয়ে পড়ুক সেই আলো।’’ সমাপনী বক্তব্যে প্রতিষ্ঠাতা শাহজাহান কবীর বলেন, ‘‘আমরা বিশ্বাস করি-পাঠই শক্তি, পাঠই মুক্তি। এই সংগঠন কেবল বই পড়েই থেমে থাকে না; বরং পড়ায় এবং সবাইকে পড়তে অনুপ্রাণিত করে।’’