সাতক্ষীরা প্রতিনিধি
আমি একটা স্বপ্ন নিয়ে এসেছি। এ স্বপ্ন বাস্তবায়নের জন্য সাংবাদিকদের সহযোগিতা চাই। গতকাল বেলা ১১টায় সাতক্ষীরা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান নবাগত পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী।
বিসিএস ২৭ ব্যাচের এ কর্মকর্তা গত ১৫ ডিসেম্বর সাতক্ষীরা জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট উপহার দেয়ার জন্য কাজ করছি। এ ছাড়া সমষ্ঠিগত সমস্যা সমাধানে পুলিশ সচেষ্ট থাকবে। পাশাপাশি যে কোনো সুবিধা অসুবিধায় পুলিশ সাংবাদিক ও সাধারণ মানুষের পাশে থাকবে। ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান ও ভোটাররা যাতে উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাংবাদিকদের সহযোগিতা কামনা করে পুলিশ সুপার বলেন, সাংবাদিকরা হলো সমাজের দর্পণ। জেলার সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রেখে কাক্সিক্ষত জনবান্ধব, মাদক, ছিনতাই, চুরি, ডাকাতি, বাল্যবিয়ে প্রতিরোধ ও কিশোরগ্যাংয়ের উৎপাত মুক্ত সাতক্ষীরা গড়ে তুলতে পুলিশ বাহিনী কাজ করবে। এ সময় তিনি জেলার আইনশৃঙ্খলা, যানজট নিরসন, জঙ্গিবাদ ও মাদক নিয়ন্ত্রণ, সাইবার বুলিং, কিশোর গ্যাং প্রতিরোধ, যানজট নিরসন ও সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আস্থা অর্জন করে পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার দৃঢ় প্র্যয় ব্যক্ত করেন।
মতবিনিময়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আতিকুল ইসলাম, দৈনিক কালের চিত্রের সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপি, চ্যানেল আইয়ের প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহি, এটিএন বাংলার এম কামরুজ্জামান, মাছরাঙা টিভির মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, দৈনিক জনতার কালিদাস রায়, ৭১’র টিভির বরুন ব্যানার্জি, বাংলাভিশন টিভির আসাদুজ্জামান, এস এ টিভির শাহীন গোলদার, দেশ টিভির শরিফুল্লাহ কায়সার সুমন উপস্থিত ছিলেন।
শিরোনাম:
- আফিল এগ্রো’র ব্রয়লার ইউনিটে আগুন, মেশিনারিজ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
- কেশবপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- এইডস আক্রান্ত বেশির ভাগই শিক্ষার্থী, নেপথ্যে সমকামীতা!
- যশোরে যাত্রা শুরু হলো ‘পুষ্টি কথা’
- ‘রাজনৈতিক অস্থিরতার শঙ্কা’ নিয়ে বিজয় দিবসের বাজার ধরতে প্রস্তুত গদখালির ফুল চাষিরা
- যশোরে ধীরে ধীরে কমছে তাপমাত্রার পারদ, জেঁকে বসছে শীত
- যশোরে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নে কর্মবিরতি
- মণিরামপুরে ধানের শীষের প্রার্থী শহীদ ইকবাল
