বাংলার ভোর প্রতিবেদক
সাতক্ষীরা সদর থানার সদ্য সাবেক ওসি মহিদুল ইসলামের সাজানো মামলা থেকে মুক্তি চান সাংবাদিক ফিরোজ হোসেন। দীর্ঘ একবছর মামলার হাজিরা দিতে আদালতের বারান্দায় ঘুরে ঘুরে নিঃস্ব হয়েছেন তিনি। এ ব্যাপারে সাংবাদিক ফিরোজ অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপ চেয়েছেন।
সাংবাদিক ফিরোজ হোসেন জানান, বিরোধী দলের আন্দোলন দমাতে গতবছরের জুলাইতে সাতক্ষীরা জুড়ে চালানো পুলিশি ব্যাপক ধর-পাকড়। এ বিষয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ করার কারণে ৩১ জুলাই আমাকে ও দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার প্রতিনিধি শাহজাহান আলীকে থানায় নিয়ে যান সদর থানার এসআই হাসানুর রহমান সঙ্গীয় ফোর্স। পরে রাতে তৎকালীন ওসি মহিদুল, তদন্ত ওসি নজরুল ইসলাম আমাদের মোবাইল ফোন কেড়ে নেন। এবং আমাদের মোবাইল চেক করে নানারকম হুমকি ধামকি দিতে থাকে। একপর্যায়ে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান খান আসেন। এ সময় তিনি বলেন, তোমরা বিএনপি জামায়াতের নিউজ করো? জামায়াত বিএনপির সাথে কয়েকদিন জেলখানায় ঘুরে আসো।
এর পরে আমাদেরকে গত ২২ জুন শহরের পুরাতন সাতক্ষীরা এলাকা থেকে গ্রেফতার দেখিয়ে আদালতে চালান দেয়া হয়। দীর্ঘ ২৫ দিন জেলখেটে জামিনে বের হলেও ১ বছরের বেশি সময় ধরে মিথ্যা মামলায় এখনো আদালতের বারান্দায় ঘুরতে ঘুরতে আজ নিঃস্ব হয়ে পড়েছি।
সাংবাদিক ফিরোজ হোসেন তার বিরুদ্ধে হওয়া ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারসহ ওসি মহিদুল ইসলাম, তদন্ত ওসি নজরুল ইসলাম, ও সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারসহ দোষীদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপ কামনা করেছে ।
শিরোনাম:
- মুসাব্বির হত্যার প্রতিবাদে যশোরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- দৈনিক নতুন সকালের বার্তার প্রকাশনা উদ্বোধন
- সন্তানদের মধ্যে স্বপ্ন বুনে দিতে অভিভাবকদের আহবান জানালেন নার্গিস বেগম
- রোববার থেকে বেসরকারি খাতে চলবে বেনাপোল-খুলনা-মোংলা কমিউটার ট্রেন
- সংখ্যালঘুদের বাংলাদেশী ভাবার আহ্বান অমিতের
- সংসদ নির্বাচন উপলক্ষে যশোরে জাতীয় মহিলা পার্টির মতবিনিময়
- যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড, জনমনে আতঙ্ক
- যশোরে স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মতিথি উদযাপিত
