সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরার কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ কোপা মাসুদ বাহিনী কর্তৃক ব্যবসায়ীদের নির্যাতন ও চাঁদা আদায়ের প্রতিবাদ এবং গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার ধুলিহর ব্রহ্মরাজপুর বাজার কমিটির আয়োজনে শনিবার সকালে ব্যবসায়ীরা ঘন্টাব্যাপি দোকানপাট বন্ধ রেখে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
বাজার কমিটির সভাপতি শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মিনাজ মোরশেদ, বাজার কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, তেল ব্যবসায়ী শংকার ঘোষ, ফল ব্যবসায়ী নাজমুল হোসেনসহ বিভিন্ন ব্যবসায়ীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, চাঁদাবাজ কোপা মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী বিভিন্ন সময়ে চাঁদা না দিলে ব্যবসা বন্ধের হুমকি-ধমকি দিচ্ছে ব্যবসায়ীদের। এতে করে ব্যবসায়ীরা বর্তমানে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। ইতিমধ্যেই ওই বাহিনী বহু ব্যবসায়ীর কাছ থেকে ২০-৩০ লাখ টাকার বেশি চাঁদা আদায় ও মালামাল লুট করেছে। বক্তারা এ সময়, কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ কোপা মাসুদসহ তার বাহিনীর সদস্যদের গ্রেপ্তার পূর্বক সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানান।
শিরোনাম:
- ঘুসের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে
- যশোরে খালেদা জিয়ার রুহের মাগফেরা কামনায় জমিয়াতুল মোদার্রেছীনের দোয়া
- বেগম খালেদা জিয়া জনকল্যাণে আত্মনিয়োগ করেছিলেন : অমিত
- জামিনে বেরিয়ে মাদ্রাসা শিক্ষককে হত্যাচেষ্টার অভিযোগ
- যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যার ঘটনায় মূল শুটার ত্রিদিব চক্রবর্তী আটক
- ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
- বেনাপোলে বিএনপির “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- যশোরে প্রাথমিক শিক্ষা অফিসার আলমের মুক্তির দাবিতে মানববন্ধন
