সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরার কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ কোপা মাসুদ বাহিনী কর্তৃক ব্যবসায়ীদের নির্যাতন ও চাঁদা আদায়ের প্রতিবাদ এবং গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার ধুলিহর ব্রহ্মরাজপুর বাজার কমিটির আয়োজনে শনিবার সকালে ব্যবসায়ীরা ঘন্টাব্যাপি দোকানপাট বন্ধ রেখে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
বাজার কমিটির সভাপতি শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মিনাজ মোরশেদ, বাজার কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, তেল ব্যবসায়ী শংকার ঘোষ, ফল ব্যবসায়ী নাজমুল হোসেনসহ বিভিন্ন ব্যবসায়ীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, চাঁদাবাজ কোপা মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী বিভিন্ন সময়ে চাঁদা না দিলে ব্যবসা বন্ধের হুমকি-ধমকি দিচ্ছে ব্যবসায়ীদের। এতে করে ব্যবসায়ীরা বর্তমানে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। ইতিমধ্যেই ওই বাহিনী বহু ব্যবসায়ীর কাছ থেকে ২০-৩০ লাখ টাকার বেশি চাঁদা আদায় ও মালামাল লুট করেছে। বক্তারা এ সময়, কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ কোপা মাসুদসহ তার বাহিনীর সদস্যদের গ্রেপ্তার পূর্বক সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানান।
শিরোনাম:
- ধানের শীষের বিজয়ের লক্ষ্য বাগআঁচড়ায় উঠান বৈঠকে ও পথসভা অনুষ্ঠিত
- মুহূর্তে হাজারো মানুষের গণমিছিলে পরিণত অমিতের প্রচারণা
- সাতক্ষীরায় সেনা টহলের পর যুবকের মৃত্যু : মারধরের অভিযোগে এলাকায় চাঞ্চল্য, তদন্তের দাবি
- শার্শার পুটখালী ইউনিয়নে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
- সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক মুক্ত যশোর উপহার দিতে চাই : ভিপি আব্দুল কাদের
- যশোরে নিত্যপণ্যের দামে চাপ
- জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আজাদুল কবির আরজুর মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল
- ঝিকরগাছায় নিখোঁজের পরদিন ভ্যান চালক পারভেজের লাশ উদ্ধার
