সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরার কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ কোপা মাসুদ বাহিনী কর্তৃক ব্যবসায়ীদের নির্যাতন ও চাঁদা আদায়ের প্রতিবাদ এবং গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার ধুলিহর ব্রহ্মরাজপুর বাজার কমিটির আয়োজনে শনিবার সকালে ব্যবসায়ীরা ঘন্টাব্যাপি দোকানপাট বন্ধ রেখে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
বাজার কমিটির সভাপতি শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মিনাজ মোরশেদ, বাজার কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, তেল ব্যবসায়ী শংকার ঘোষ, ফল ব্যবসায়ী নাজমুল হোসেনসহ বিভিন্ন ব্যবসায়ীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, চাঁদাবাজ কোপা মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী বিভিন্ন সময়ে চাঁদা না দিলে ব্যবসা বন্ধের হুমকি-ধমকি দিচ্ছে ব্যবসায়ীদের। এতে করে ব্যবসায়ীরা বর্তমানে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। ইতিমধ্যেই ওই বাহিনী বহু ব্যবসায়ীর কাছ থেকে ২০-৩০ লাখ টাকার বেশি চাঁদা আদায় ও মালামাল লুট করেছে। বক্তারা এ সময়, কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ কোপা মাসুদসহ তার বাহিনীর সদস্যদের গ্রেপ্তার পূর্বক সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানান।
শিরোনাম:
- নফস
- প্রচারণায় অমিতের ধানের শীষে গণজোয়ার
- ইয়াং টাইগার্স অনুর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট চার বছর পর ফাইনালে যশোর
- বেনাপোলে ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটনের নির্বাচনী জনসভা
- বেনাপোলে জামায়াতে ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত
- যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে কম্বল বিতরণ
- যশোর উপশহরে আইন শৃঙ্খলা উন্নয়নে সভা
- বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় মুখর যশোর
