সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের ৩০ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। গতকাল সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির নিজ কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।
রিটার্নিং অফিসারের কার্যালয়ের তথ্য অনুযায়ী-সাতক্ষীরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন নৌকা, জাতীয় পার্টির সৈয়দ দীদার বখত লাঙ্গল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মুস্তফা লুৎফুল্লাহ হাতুড়ি, ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান কাচি, শেখ নুরুল ইসলাম ট্রাক, এসএম মুজিবুর রহমান দোলনা, তৃণমূল বিএনপির সুমি ইসলাম সোনালী আঁশ, মুক্তিজোটের শেখ মো. আলমগীর ছড়ি, নুরুল ইসলাম ঈগল ও বাংলাদেশ কংগ্রেসের ইয়াররুল ইসলাম ডাব প্রতীক বরাদ্দ পেয়েছেন।
সাতক্ষীরা-২ (সদর) আসনে জাতীয় পার্টির আশরাফুজ্জামান লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী আফসার আলী ট্রাক, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপির) আনোয়ার হোসেন আম, স্বতন্ত্র প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবি ঈগল, বিএনএমের কামরুজ্জামান বুলু নোঙর, স্বতন্ত্র প্রার্থী এনছান বাহার বুলবুল কাচি এবং তৃণমূল বিএনপির ফারহান মেহেদী সোনালী আঁশ প্রতীক বরাদ্দ পেয়েছেন।
সাতক্ষীরা-৩ (দেবহাটা-আশাশুনি-কালিগঞ্জ আংশিক) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ ফ ম রুহুল হক নৌকা, বাংলাদেশের সাম্যবাদী দলের (এম-এল) শেখ তরিকুল ইসলাম চাকা, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. আব্দুল হামিদ আম, জাকের পার্টির মো. মঞ্জুর হোসান গোলাপ ফুল, তৃণমূল বিএনপির রুবেল হোসেন সোনালী আঁশ ও জাতীয় পার্টির মো. আলিফ হোসেন লাঙ্গল প্রতীক বরাদ্দ পেয়েছেন।
সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম আতাউল হক নৌকা, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) এইচএম গোলাম রেজা নোঙর, জাতীয় পার্টির মো. মাহবুবুর রহমান লাঙ্গল, তৃণমূল বিএনপির আসলাম আল মেহেদী সোনালী আঁশ, বাংলাদেশ কংগ্রেসের শফিকুল ইসলাম ডাব, স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান কাচি ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) শেখ ইকরামুল আম প্রতীক বরাদ্দ পেয়েছেন।
শিরোনাম:
- তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল আজ দু’টি কোয়ার্টার ফাইনাল
- জাতীয় রাগবি দলে খেললেন যশোরের হারুনার রশিদ
- নার্সিং অধিদপ্তর একীভূতকরণের প্রতিবাদে যশোরে নার্সদের মানববন্ধন
- যশোরে মাসব্যাপি উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
- তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল উপশহর ও নওয়াপাড়া সেমি নিশ্চিত
- যশোরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
- যশোরে ৩১৭ সিমকার্ডসহ ভিওআইপি ব্যবসায়ী গ্রেপ্তার; ভারতে তথ্য পাচারের অভিযোগ
- যশোরে বিএডিসির সার আত্মসাতের ঘটনায় তিনজন আটক, ২২ লাখ টাকা জব্দ
