সাতক্ষীরা সংবাদদাতা
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর উপর অভিমান করে দেড় বছরের মেয়েকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন মনিরা খাতুন (২৫) নামে নয় মাসের অন্তঃসত্ত্বা এক নারী।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনার পিত্রালয় থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মনিরা খাতুন ওই গ্রামের মনিরুজ্জামানের মেয়ে ও পাশর্^বর্তী কুশখালীর রাজুর স্ত্রী।

পুলিশ অন্তঃসত্ত্বা মনিরা খাতুন ও তার দেড় বছরের কন্যা জান্নাতুলের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্থানীয়রা জানান, মনিরা নয় মাসের অন্তঃসত্ত্বা। কয়েকদিনের মধ্যেই তার সিজার করার কথা ছিল। এদিকে, কিছুদিন আগে মনিরার স্বামী রাজু দ্বিতীয় বিয়ে করে। এনিয়ে তাদের মধ্যে ঝগড়া চলছিল। এর আগেও সে বাবার বাড়ি এসে থেকেছে।

সম্প্রতি দুদিন আগে সে বাবার বাড়ি আসে। এরই মধ্যে মঙ্গলবার সকালে সে গ্যাসট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে। এর আগে সে তার মেয়ে জান্নাতুলকেও একইভাবে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যা করে।

সদর থানার এসআই দেলোয়ার ঘটনাটি নিশ্চিত করে জানান, মা-মেয়ের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

Share.
Exit mobile version