বিবি প্রতিবেদক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনে আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল দুপুরে সংগঠনটির কার্যালয়ে তিনি মতবিনিময় সভা করেন।
এ সময় কাজী নাবিল আহমেদ বলেন, নৌকা প্রতীক স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর প্রতীক। নৌকার মাধ্যমে বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়েছেন। আর শেখ হাসিনার নৌকা দেশবাসীকে উন্নয়ন, স্বস্তি, শান্তি ও ডিজিটাল দেশ উপহার দিয়েছেন। আগামীদিনে দেশকে নিরাপদে রাখতে সবার কাছে নৌকায় ভোট চান তিনি।
আয়োজক সংগঠনের জেলা সভাপতি সন্তোষ দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তপন ঘোষালের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য যোসেফ সুধীর মন্ডল, সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, ঐক্য পরিষদের সদর উপজেলার সভাপতি তিমির ঘোষ জয়, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কিশোর সাহা প্রমুখ।
এর আগে কাজী নাবিল আহমেদ মুক্তিযোদ্ধ সংহতি পরিষদের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। সংগঠনের জেলা আহবায়ক কামরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান মানিক, শহর শাখা সাধারণ সম্পাদক মনোয়ার রহিম বাদল, সদস্য কাজী মাহমুদ মুর্শিদ, শেখ ওবায়েদ আলম, শওকত আলী, ফারিহা ইয়াসমিন মৌ, শওকত আলী, সাহেব আলী প্রমুখ।
শিরোনাম:
- লাঙ্গল প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে খবির গাজী
- ১০ম গ্রেডে বিএসসি ডিগ্রিধারীদের সুযোগের প্রতিবাদে যশোরে বিক্ষোভ
- নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ থেকে অব্যাহতি মুন্নীর
- মণিরামপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : গোপালগঞ্জ ও যশোরে বিজিবি মোতায়েন
- ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন : হাবিব
- যশোর সদরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি ও জামায়াতের প্রার্থীকে জরিমানা
- মাগুরায় বোমা সদৃশ্য বস্তু উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
