প্রতিবেদক
প্রবাসীদের পাশে থাকতে রেমিট্যান্সের ওপর বিশেষ প্রণোদনা দিচ্ছে অগ্রণী ব্যাংক পিএলসি। বৈধপথে দেশে রেমিট্যান্স পাঠালে নগদ ২.৫ শতাংশ প্রণোদনা দিচ্ছে সরকার। সেই সাথে অগ্রণী ব্যাংক দেবে আরো ২.৫% অতিরিক্ত বোনাস।
জানতে চাইলে অগ্রণী ব্যাংকের উর্ধতন কর্মকর্তা বলেন, রেমিট্যান্সের ওপর ২.৫ শতাংশ প্রণোদনা ঘোষণা করেছে সরকার। সরকারের প্রণোদনার পাশাপাশি অগ্রণী ব্যাংক রেমিট্যান্সের ওপর ২.৫ শতাংশ বেশি প্রণোদনা দিচ্ছে। অর্থাৎ কোনো প্রবাসী অগ্রণী ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠালে সরকারের ঘোষিত ২.৫ শতাংশ প্রণোদনার সঙ্গে আরও ২.৫ শতাংশ প্রণোদনা বেশি পাবেন। রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর জন্য এ প্রণোদনা দেয়া হচ্ছে।
সরকারি ব্যাংকগুলোর মধ্যে রেমিট্যান্স আহরণে অগ্রণী ব্যাংক শীর্ষস্থানে আছে জানিয়ে এক কর্মকর্তা বলেন, এ ধারাবাহিকতা ধরে রাখতে এমন উদ্যোগ নেয়া হয়েছে।

Share.
Exit mobile version