বাংলার ভোর প্রতিবেদক
দেশ বরেণ্য বিশিষ্ট কবি, সাহিত্যিক ও ভাষাবিজ্ঞানী যশোরের কৃতি সন্তান অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান-এঁর ৮৮তম জন্মবার্ষিকী স্মরণে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠান। জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি এ আয়োজন করে। সোমবার সকালে কালেক্টরেট স্কুল মিলনায়তনে জন্মবার্ষিকীর এই অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মমদ আবরাউল হাছান মজুমদার। অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ত ছিলেন ড. মনিরুজ্জামানের অনুজ এনাম উজ্জামান, সাংস্কৃতিকজন বাংলার ভোরের উপদেষ্টা সম্পাদক হারুন অর রশিদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের ভারপ্রাপ্ত সভাপতি দীপংকর দাস রতন। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস।
অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে চৌগাছা উপজেলা সাংস্কৃতিক দল, যশোর কালেক্টরেট স্কুল ও বাংলাদেশ শিশু একাডেমি, যশোর সাংস্কৃতিক দল অংশগ্রহণ করে। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা, যশোর কালেক্টরেট স্কুলের অধ্যক্ষ মো. মোদাচ্ছের হোসেন এ সময় উপস্থিত ছিলেন।