সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরার কালিয়ানী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় এক বাংলাদেশিকে নাগরিককে আটক করেছে বিজিবি। রোববার ভোর রাতে সদর উপজেলার কালিয়ানী সীমান্ত থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক ব্যক্তি হলেন, আশাশুনি উপজেলার তালবাড়িয়া গ্রামের বাসিন্দা অজয় মন্ডল (২৯)।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, সদর উপজেলার কালিয়ানী সীমান্ত দিয়ে এক বাংলাদেশিকে ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ওই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
তবে, এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মানব পাচারকারী চক্রটি ঘন জঙ্গলে মধ্যে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। আটক ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
তিনি আরো জানান, আটক ব্যক্তিসহ পাচারকারী চক্রের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।