সাতক্ষীরা সংবাদদাতা
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে এক নারীসহ তিন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবির সদস্যরা।
রোববার রাত সাড়ে ১১ টার সময় সদর উপজেলার ছয়ঘরিয়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল এলাকার তৃপ্তি বিশ্বাস (২০), একই এলাকার বাবলা বিশ্বাস (১১) ও বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার সুজন কুমার দাস (৩৮)।
সোমবার সকালে বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধভাবে ভারতে যাওয়ার উদ্দেশ্যে সাতক্ষীরার ছয়ঘরিয়া সীমান্ত এলাকায় কয়েকজন অপেক্ষা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিয়ানী বিওপির বিজিবি সদস্যরা সেখানে কৌশলে অভিযান চালায়। এ সময় সেখান থেকে এক নারীসহ উক্ত তিন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। তিনি আরো জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।