অভয়নগর প্রতিবেদক
জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে  নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ১৭ নভেম্বরের লকডাউন কর্মসূচিতে যশোরের অভয়নগরের জনজীবন ছিলো সম্পুর্ন স্বাভাবিক।  হাট বাজার সহ মানুষের দৈনন্দিন জীবনে লকডাউনের সামান্যতম প্রভাব পড়েনি।

প্রতিদিনের মতো চলাচল করছে গণপরিবহন, স্বাভাবিক ছিলো  দূরপাল্লার বাস চলাচলও। নদী  বন্দরের লোড–আনলোডের কাজ চলেছে স্বাভাবিক গতিতেই। অন্যান্য দিনের মতো নওয়াপাড়া রেলস্টেশনেও ছিলো যাত্রীদের ভিড়,স্বাভাবিক ভাবেই চলেছে ট্রেন। খোলা ছিলো সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। স্বাভাবিক লেনদেন করেছে ব্যংক,বীমাসহ সমস্ত ব্যাবসায়ীক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। রায়কে কেন্দ্র করে যাতে কোনো ধরনের নাশকতা না ঘটে সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিলো সতর্ক অবস্থানে।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, লকডাউনকে কেন্দ্র করে নাশকতা চেষ্টার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৯ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে। উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version