অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগরে কাভার্ড ভ্যান চাপায় এক পল্লী চিকিৎসক মারা গেছেন। সোমবার বিকালে যশোর-খুলনা মহাসড়কের ভাঙ্গাগেট ট্রাক টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার আমডাঙ্গা গ্রামের ইনতাজ আলী(৬৫)। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাতিজা মোহাম্মদ হোসাইন।

নিহতের ভাতিজা জানিয়েছেন, চাচা পল্লী চিকিৎসক ও শিক্ষক ছিলেন। তিনি ঘটনার সময়ে ভাঙ্গাগেট এলাকায় নিজ চেম্বারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-১৮-৭৩৩২) এসে তাকে ধাক্কা দেয়। এতে চাচার মাথায় প্রচণ্ড আঘাত লাগে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি লিয়াকত হোসেন বলেন, ঘাতক কাভার্ডভ্যানটি আটক করে হেফাজতে রাখা হয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version