বাংলার ভোর প্রতিবেদক
যশোরের চৌগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বরযাত্রীবাহী বাস বোরো ধানের জমিতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে বাসে থাকা অন্তত ১২ জন বরযাত্রী আহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার টেঙ্গুরপুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাথানগাছি থেকে বরযাত্রীবাহী বাসটি যশোরের অভয়নগরের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে চৌগাছার টেঙ্গুরপুর মোড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়ক ছেড়ে রাস্তার পাশে বোরো চাষের জন্য প্রস্তুতকৃত কর্দমাক্ত জমিতে নেমে যায়।
র্ঘটনায় বাসে থাকা শিশু ও বৃদ্ধসহ অন্তত ১২ জন আহত হন। আহত ব্যক্তিরা হলেন—নিমাই রায় (৮০), সাধন কুমার (৫০), পারুল হাজরা (৪৮), গৌর বিশ্বাস (৪৫), বিকাশ (৩৮), নয়ন (২৬), চন্দ্রা (২২), শ্রাবণী (১৮), প্রীতি (১৭), সুদীপ্ত সরকার (১৭), হৃদয় অধিকারী (১৮) ও আপন বিশ্বাস। আহতদের মধ্যে বেশিরভাগই যশোরের অভয়নগর ও সদর উপজেলার বাসিন্দা। এ ছাড়া একজনের বাড়ি মাগুরা জেলায়।
চৌগাছা থানার ওসি রেজাউজ করিম জানান, দুর্ঘটনার পর বাসের অন্য যাত্রী ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাঁরা হাসপাতালের পুরুষ ও মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
