অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগরে পূর্ব শত্রুতার জেরে একই পরিবারের ১ জনকে কুপিয়ে ও ৩ জনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
শুক্রবার রাতে উপজেলার বুইকারা গ্রামে খালেক হাওলাদারের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত ৪ জনের মধ্যে ৩ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছ। গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মোশারেফ হোসেন বাদী হয়ে ঘটনার সঙ্গে জড়িত হামলাকারি ৬ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় লিখিত অভিযোগ করেছেন।
এ ব্যাপারে শনিবার দুপুরে অভিযোগকারি মোশারেফ হোসেন বলেন, পূর্ব শত্রুতার জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুইকারা গ্রামের খালেক হাওলাদার, মিল্টন হাওলাদার, সুজন, সোহান ও সুমন, জাহিদুল ইসলামসহ অজ্ঞাতনামা ৭/৮ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহকারে আমার পরিবারের সদস্যদের উপর হামলা করে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ২৮ জুন রাত ৭ টার দিকে হামলাকারিরা আমার ছেলে রবিউল ইসলাম ওরফে মানিককে একা পেয়ে খালেক হাওলাদারের বাড়ির সামনে রাস্তার উপর কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় রবিউলকে বাঁচাতে আমার ছোটভাই ওহিদুল ইসলাম ওরফে কালু ও তাঁর স্ত্রী রেশমা বেগম এবং আমার মেয়ে মাকছুদা খাতুন এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে জখম করা হয়।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আকিকুল ইসলাম বলেন, মারপিটের ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। একজন এসআইকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের পর পরবর্তী করণীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।