অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগরে চাঞ্চল্যকর যুবলীগ নেতা মুরাদ হোসেন হত্যার রহস্য উম্মোচন করেছে যশোর জেলা ও অভয়নগর থানা পুলিশ। আজ (বৃহস্পতিবার) বিকেলে অভয়নগর থানায় প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল খ) জাহিদুল ইসলাম সোহাগ। এ সময় উপস্থিত ছিলেন, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আকিকুল ইসলাম, থানার পরিদর্শক (ওসি তদন্ত) শুভ্র কুমার দাস।
অতিরিক্ত পুলিশ সুপার লিখিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের বলেন, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে এক মাস সময় লেগেছে। স্থানীয় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িত আসামিদের সনাক্ত করতে সক্ষম হয়। ঘটনার তদন্তের ভিত্তিতে পুলিশের একটি টিমের অভিযানে গত ১৩ মার্চ নওয়াপাড়া রেল স্টেশন এলাকা থেকে সাগর কাজী নামের একজনকে আটক করা হয়। সাগর কাজী উপজেলার নওয়াপাড়া মডেল কলেজ রোড়ের মধ্যপাড়া এলাকার বাসিন্দা।
আটক আসামি সাগরের দেয়া তথ্য মতে, ঘটনার সাথে জড়িত উপজেলার ধোপাদী গ্রামের আল আমিন শেখ (২৫) ও রানাভাটা সবুজবাগ এলাকার রনি ব্যাপারীকে (৩২) আটক করা হয়। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সাথে জড়িত বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি আনুমানিক রাত ১০ টার দিকে নিহত মুরাদ নওয়াপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে বাড়ির কাছাকাছি স্বপ্ন ভিলার সামনে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একদল সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।