অভয়নগর (যশোর) প্রতিনিধি
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। মধ্যম আয়ের দেশ থেকে উন্নত বাংলাদেশ গঠনে সরকার কাজ করছে। ডিজিটালের ধাপ পেরিয়ে আমরা এখন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। আর সেই স্মার্ট বাংলাদেশ গড়তে যারা অগ্রণী ভূমিকা পালন করবে তারাই হচ্ছে ছাত্রলীগ। যশোরের অভয়নগর উপজেলা, নওয়াপাড়া পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে যশোর-৪ আসনের সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল এ কথা বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার ভিশন বাস্তবায়নে ছাত্রলীগকে ঐক্যবদ্ধভাবে দেশ ও মানুষের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকালে ছাত্রলীগের এ বার্ষিক সম্মেলন নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ্ খালিদ মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, সহ-সভাপতি আল আমিন রহমান, পরিবেশ বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম।
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহামুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক অতনু বর্মন, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আশরাফুর আলম অনিক, উপ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আশিক হাসান স্বাগত।
সম্মেলন উদ্বোধন করেন যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব।
সম্মেলনের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস অভয়নগর উপজেলা, নওয়াপাড়া পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এবং নতুন কমিটির বিষয়ে পরবর্তীতে জানানো হবে বলে তিনি ঘোষণা করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অভয়নগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক অ্যাড. রওশন কবীর টুটুল, কাজী আহাদুর রহমান মামুন ও সরদার জসিম উদ্দিন।