অভয়নগর সংবাদদাতা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পর থেকে শিক্ষার্থীরা কাজ করছেন নতুন বাংলাদেশ বিনির্মাণে। সারাদেশের ন্যায় যশোরের অভয়নগরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা উপজেলার বিভিন্ন দেয়ালে দেয়ালে গ্রাফিতি এঁকে প্রতিবাদ করতে দেখা গেছে। রোববার দুপুরে উপজেলার নওয়াপাড়া রেলওয়ে স্টেশনে শিক্ষার্থীরা মেতে উঠেছে দেয়াল লিখনে।
সরেজমিনে উপজেলা ঘুরে দেখা যায়, কেউ নোংরা দেয়াল ঘষে পরিস্কার করছেন, কেউবা সেখানে রঙের প্রলেপ দিচ্ছেন। এরপর প্রতিবাদী বিভিন্ন বাক্য লেখা হয়।
উল্লেখযোগ্য কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানের দেয়ালে দেয়ালে বিভিন্ন স্লোগান ও আলপনা করা হয়েছে। সেখানে বৈষম্যবিরোধী, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার নানা চিত্র ফুটেটে উঠেছে। তাদের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। স্লোগান ধ্বনিত এসব প্রতিবাদী সব বাক্য নজর কাড়ছে পথচারীদের।