অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগরে তীব্র তাপদাহে তৃষ্ণার্ত মানুষের জন্য বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার নওয়াপাড়া বাজারের নুরবাগ, স্বাধীনতা চত্বর এলাকায় নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্তর পক্ষ থেকে কৃষক, শ্রমিক, অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়। তীব্র গরমে খাবার পানি ও স্যালাইন পেয়ে স্বস্তির নিঃস্বাস ফেলেছেন সাধারণ মানুষ।
এ সময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদী হাসান রাজন, সাধারণ সম্পাদক খন্দকার আল ইমরান, উপজেলা যুবলীগের সদস্য সিরাজ মোল্যা, পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শাহ সেকেন্দার, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ কামাল জিতু, সংগঠনিক সম্পাদক ইমরান খান, সদস্য শেখ রাব্বি হোসেন, তৌফিক, নাঈম, পিয়াস মুন্নাসহ অন্যান্যরা।