কেশবপুর (পৌর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে নুরুল ইসলাম নামে এক অসহায় ব্যক্তির ক্ষেতের পাকা ধান কেটে দিল এসআর যুব ও সমাজকল্যাণ সংস্থার সদস্যরা। শুক্রবার বিকেলে পৌরসভার বালিয়াডাঙ্গা গ্রামের ওই ব্যক্তির প্রায় এক বিঘা জমির ধান কেটে দেন ওই স্বেচ্ছাসেবী সংস্থার ২৫ জন সদস্য।
জানা গেছে, চায়ের দোকানদার নুরুল ইসলামের আর্থিক সমস্যার কারণে ও শ্রমিক সংকটে ক্ষেতে ধান পেকে গেলেও কাটতে পারছিলেন না। বিষয়টি জানতে পেরে এসআর যুব ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি মাস্টার এসএম ইমতিয়াজ উদ্দীনের নেতৃত্বে ধান কাটা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন, সংস্থার সহ-উপদেষ্টা হামিদ হুসাইন আজাদ, পরিচালক গোলাম কিবরিয়া, জুয়েল হোসেন, জাহিদ হাসান, রেজওয়ান হোসেন, মামুন হোসেন, তাজবীদ, উদয় দাশ, সাইফুল ইসলাম, আলামিন হোসেন, খালিদুর রহমান, সাব্বির হুসাইন, সংস্থার ব্লাড ব্যাংকের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ।