বাংলার ভোর প্রতিবেদক
যশোরে একটি অস্ত্র মামলার রায়ে শহরের পুরাতন কসবা কাজিপাড়া এলাকার সন্ত্রাসী প্রান্তের ১৭ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ জুয়েল অধিকারী এক রায়ে এ আদেশ দেন। বিয়ষটি নিশ্চিত করেছেন অতিরিক্তি পিপি অ্যাডভোকেট আজিজুল ইসলাম।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর বিকেলে ঝিকরগাছা থানা পুলিশ ঝিকরগাছা সম্মিলনী কলেজের সামনে থেকে প্রান্তকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি পাইপগান ও এক রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই কামাল হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে আটক প্রান্তের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মামলা করেন।
মামলার তদন্ত শেষে আটক প্রান্তক অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফুল ইসলাম।
দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি প্রান্তের বিরুদ্ধে অস্ত্র রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছর ও গুলি রাখার দায়ে আরও সাত বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। সাজাপ্রাপ্ত প্রান্ত কারাগারে আটক আছে।