নিজস্ব প্রতিবেদক
গতকাল বিকেলে যশোর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের যশোর কেন্দ্র মিলনায়তনে আলোচনা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আইইবি যশোর কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আনোয়ার হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন আইইবি যশোর কেন্দ্রের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী এসএম নুরুল ইসলা। বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আহাম্মদ শরীফ সজিব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইইবি যশোর কেন্দ্রের সদস্য সোহেল রানা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আশরাফ আলী এরপরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে ছয়জন বীর মুক্তিযোদ্ধাকে ফুল ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেয়া হয়।
সংবর্ধিত মুক্তিযোদ্ধাগণ হলেন বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি, বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, বীর মুক্তিযোদ্ধা এএইচএম মুযহারুল ইসলাম মন্টু, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার ফজলুল কাদির, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চাকলাদার, বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুর সবুর।
সভাপতি এবং প্রধান অতিথি বক্তব্যে বলেন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা যশোর আইইবির ইতিহাসে একটি মাইলফলক হিসেবে উল্লেখ থাকবে বীর মুক্তিযোদ্ধাগণ তাদের অভিব্যক্তিতে এই সংবর্ধনাকে ইতিবাচক বলে মনে করেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version