বাংলার ভোর প্রতিবেদক
কীটনাশক ছাড়া সমন্বিত বালাই ব্যবস্থাপনা পদ্ধতিতে (আইপিএম) বিষমুক্ত সবজি চাষ করে লাভবান হচ্ছেন যশোর অঞ্চলের কৃষকরা। বিভিন্ন ধরনের সবজি চাষ করে ভাগ্য বদলেছে যশোর ও ঝিনাইদহের কয়েকশ’ কৃষকের।
কীটনাশকের বদলে জৈব বালাইনাশক ও সেক্স ফেরোমন ফাঁদের ব্যবহার, উপকারী পোকা-মাকড় সংরক্ষণ এবং পরিচ্ছন্ন চাষাবাদ পদ্ধতিতে আবাদ করছেন তারা। তাই, এসব সবজির দামও যেমন বেশি পাচ্ছেন কৃষকরা, তেমনি বাজারে চাহিদাও রয়েছে প্রচুর। বেগুনসহ বিষমুক্ত সবজি উৎপাদনে মাঠ দিবস ও বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধ করছে ফিড দ্য ফিউচার বাংলাদেশ ইন্টিগ্রেটেড পেষ্ট ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটি নামে একটি বেসরকারি সংস্থা। সংস্থাটি আইপিএম পদ্ধতিতে বিষ ব্যবহার না করেও বেগুন উৎপাদনসহ বিভিন্ন সবজির মাঠ দিবসের মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধ করে আসছে।
আইপিএম পদ্ধতি বেগুন উৎপাদন শীর্ষক কৃষক মাঠ দিবস গতকাল বিকেলে কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের পাঁচকাহুনিয়া গ্রামে অনুষ্ঠিত হয়। এতে এলাকার শতাধিক নারী ও পুরুষ কৃষক অংশগ্রহণ করেন। স্থানীয় গুণীজন আবদার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা বিল্লাল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার কুন্ডু ও জৈব বালাইনাশকের স্থানীয় ডিলার মেহেদী হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিড দ্য ফিউচার বাংলাদেশ ইন্টিগ্রেটেড পেষ্ট ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটি ফিল্ড অফিসার জাহিদ খান। মুক্ত আলোচনাতে অংশ নেয় কৃষক ও কৃষাণীরা। এসময় তারা বিষমুক্ত সবজি চাষে বিভিন্ন মতামত প্রদান করেন।
অতিথিবৃন্দ ও প্রশিক্ষকরা কৃষকদের পরিবেশবান্ধব হয়ে লাভজনকভাবে বেগুনসহ সবজি উৎপাদন কৌশল চর্চা ও টেকসই করার জন্য আইপিএম প্রকল্পের পক্ষ থেকে কৃষকদের প্রশিক্ষণ দেন। এছাড়া বিষমুক্ত বালাইনাশক ব্যবহার ও সহজলভ্য করতে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।
প্রশিক্ষণ শেষে কীটনাশক ছাড়া সমন্বিত বালাই ব্যবস্থাপনা পদ্ধতিতে বারিবিটি বেগুন-৪ চাষী লিটন আলীর ক্ষেত পরিদর্শন করেন বিভিন্ন কৃষক ও কর্মকর্তারা। এসময় কৃষক লিটন আলী তার ক্ষেতে কীটনাশক ছাড়া সবজির চাষের অভিজ্ঞতা পরামর্শ প্রদান করেন কর্মশালাতে অংশ নেয়া কৃষকদের মাঝে।
কৃষক মাঠ দিবসে অংশগ্রহণকারী কৃষকরা জানান, জৈব বালাইনাশক ব্যবহার করার কারণে ক্ষেতে রোগ ও পোকামাকড়ের আক্রমণ কম হওয়ায় খরচ অনেক কম হয়েছে। এমনকি ফলনও অনেক সন্তোষজনক হয়েছে। অল্প খরচে এসব সবজি উৎপাদন করতে পেরে খুশি প্রান্তিক কৃষকরা।
ফিড দ্য ফিউচার বাংলাদেশ ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটি ফিল্ড অফিসার জাহিদ খান জানান, ‘পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে জৈব বালাইনাশক ব্যবহার করে বেগুন উৎপাদন চাষ হচ্ছে। এখানে সম্পূর্ণ আইপিএম পদ্ধতি ব্যবহার করেই বেগুন উৎপাদন করা হচ্ছে। নিরাপদ উপায়ে বেগুন চাষের জন্য কৃষকদের মোটিভেশনের পাশাপাশি বিভিন্ন কৃষক সমাবেশের মাধ্যমে আধুনিক জৈব প্রযুক্তি সম্পর্কে জানানো হচ্ছে এবং জনগণকেও সচেতন করা হচ্ছে।