বাংলার ভোর প্রতিবেদক
প্রতারণার মাধ্যমে মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তির পরিবারের কাছ থেকে ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে আফজাল হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩ মে) সাতক্ষীরার কলারোয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল ফজর আলী নামের এক ব্যক্তির মালয়েশিয়া প্রবাসী ভাই অসুস্থতার কথা বলে তার পরিবারের কাছে টাকা দাবি করে প্রতারক আফজাল। পরে ফজর আলী জানতে পারেন তার ভাইয়ের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে প্রতারণার মাধ্যমে এই অর্থ আদায় করা হয়েছে।
যশোর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল অভিযান চালিয়ে আফজাল হোসেনকে আটক করে। তার কাছ থেকে ৮টি মোবাইল, ৪০টি সিম কার্ড ও আত্মসাৎকৃত নগদ ১ লাখ ২১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিম কার্ডের মধ্যে ২৫টি বাদীর কাছ থেকে অর্থ গ্রহণে ব্যবহৃত হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে।
গ্রেফতারকৃত আফজাল হোসেন সাতক্ষীরা জেলার কলারোয়া থানার মির্জাপুর গ্রামের বাসিন্দা। তাকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।