বিবি প্রতিবেদক
যশোরসহ সারাদেশ থেকে জামায়াত-বিএনপির নাশকতামূলক কর্মকাণ্ড চিরতরে রুখে দিতে নৌকা মার্কায় ভোট চাইলেন সদর আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। গতকাল সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের বাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিনি প্রধান অতিথির বক্তব্যে সবাইকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান করেন।
কাজী নাবিল আহমেদ বলেন, একমাত্র শেখ হাসিনার হাতেই দেশ নিরাপদ। দেশের দুর্দিনে নৌকা মার্কা ছাড়া অন্য কোন মার্কা উপকারে আসবে না। আওয়ামী লীগের মার্কা নৌকা, বঙ্গবন্ধুর মার্কা নৌকা, শেখ হাসিনার মার্কা নৌকা, স্বাধীনতার মার্কা নৌকা। আপনার সবাই সেই নৌকা মার্কা ভোট দেবেন। নৌকা ছাড়া আওয়ামী লীগের কোন মার্কা নেই, কোন প্রার্থীও নেই।
পথসভায় ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান শেখ সোহরাব হোসেনের সভাপতিত্বে ও সদর উপজেলা যুবলীগের সদস্য বিএম টিপু সুলতানের সঞ্চলনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য আলেয়া আফরোজ, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মীর জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা মহিলালীগের সভাপতি লাইজু জামান প্রমুখ।
শিরোনাম:
- রহিমাবাদকে আপনারাই আদর্শ গ্রাম করতে পারেন : সাতক্ষীরা জেলা প্রশাসক
- বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল শ্রমিক ইউনিয়ন নির্বাচনে বাবু-রাজ্জাক প্যানেল জয়ী
- যশোরে গণঅভ্যুত্থান স্মরণে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত
- মাওবাদী ও আদিবাসী গণহত্যার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত
- গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় প্রতীকী ম্যারাথন
- সুরতহাল, ময়নাতদন্ত ছাড়াই নিহতদের দাফন-সৎকার
- ডাক্তার না পেয়ে হাসপাতালে ভাংচুর রোগীর স্বজনদের
- স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করতে চায় : অধ্যাপক গোলাম রসুল