শ্যামনগর সংবাদদাতা
শ্যামনগর উপজেলার আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসার সহ সুপার, আয়া ও নৈশপ্রহরী তিন পদে পাতানো নিয়োগ পরীক্ষার বিরুদ্ধে গত ২৪ জুন সাতক্ষীরা সহকারী জজ আদালতে বাদী হয়ে দেং ১৬৩/২৪ নং মামালা করেছে নিরাপত্তা কর্মী পরীক্ষা বর্জনকারী রুহুল আমিন।
মামলায় বিবাদী করা হয়েছে নিয়োগকৃত সহ সুপার পদে মাওলানা ফারুক হোসেন, নৈশপ্রহরী পদে সাইফুল ইসলাম, আয়া পদে সুমাইয়া আফরিন সুমি ও মাদ্রাসার কার্যকরী পরিষদের ১১ জনসহ ডিজি প্রতিনিধি, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপ রেজিস্ট্রারকে। বিজ্ঞ আদালত মামলায় বিবাদিগণকে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, দুর্নীতি করে সম্পূর্ণ অনিয়মতান্ত্রিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের পূর্বেই জানাজানি হয়ে যায় সহ সুপার মাওলানা ফারুক হোসেন, আয়া পদে সুমাইয়া আফরিন সুমি, নৈশপ্রহরী পদে সাইফুল ইসলাম সোহাগের নাম। এ নিয়ে পরীক্ষায় আবেদনকারী ৬ ছয় জন সাতক্ষীরা জেলা প্রশাসক, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও সর্বশেষ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ডিজি প্রতিনিধি উপ-পরিচালক আবুল বাসার, বরাবর গত ১২/১৩ জুন ৩ জন পরীক্ষার্থী আবেদন করেন।