রমেশ সরকার, মাগুরা
জ্ঞানের আলো ছড়াচ্ছে শালিখার আড়পাড়া ডিগ্রি কলেজে স্থাপিত শিক্ষাপার্ক। কলেবর বৃদ্ধিতে আরো সাতটি নতুন উপকরণ সংযোজন করা হয়েছে। নতুন এ উপকরণের মধ্যে রয়েছে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ, জাতীয় সংসদ ভবন, জাতীয় ফুল শাপলা, মুজিবনগরের স্মৃতিস্তম্ভ, জাতীয় পাখি দোয়েল, শহীদ মিনার ও সুন্দরবন। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে দেশে বিদেশের বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ স্তম্ভ ও স্থাপনার বিষয়ে জ্ঞান দানের জন্য এ শিক্ষা পার্কে এসব স্থাপনার প্রতিকৃতি স্থাপন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারীর তত্ত্বাবধায়নে এসব উপকরণ স্থাপন করা হয়েছে। তাকে সহযোগিতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে তাহমিনা মিতু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিবুল ইসলাম ও উপজেলা ডেভেলমেন্ট ফ্যাসিলেটেটর প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী বলেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে বাস্তবসম্মত জ্ঞান বৃদ্ধির জন্য মাগুরা জেলা প্রশাসক যে উদ্যোগ গ্রহণ করেছেন আমরা সেটাকে আরো সম্প্রসারিত করে তার উদ্দেশ্যকে বাস্তবায়ন করছি। তারই ধারাবাহিকতায় শিক্ষা পার্কটিতে নতুন করে আরো সাতটি রেপ্লিকা স্থাপন করা হচ্ছে। এর আগে গত বছরের জানুয়ারি মাসে উপজেলা উন্নয়ন প্রকল্পের আওতায় শিক্ষা পার্কের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
এ শিক্ষা পার্কে রয়েছে অত্যাধুনিক টেলিস্কোপ। যা দিয়ে চাঁদের পাহাড় পর্বত পর্যন্ত স্পষ্ট দেখা যাবে। পর্যবেক্ষণ করা যাবে মহাকাশ। আরো আছে একটি ইলেকট্রন মাইক্রোস্কোপ। যা দিয়ে শিক্ষার্থীরা জীবাণু জগৎ ও কোষবিদ্যা সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন শিক্ষার্থীরা। এছাড়া রয়েছে একটি সাহিত্য কর্নার। যেখানে আছে বাংলাদেশের বিখ্যাত কবি ও সাহিত্যিকদের ছবি। ইতিহাস-ঐতিহ্য সম্পর্কিত বই, পুস্তিকা। আছে টাইলসের ওপর অ্যাম্বুস করা এ উপজেলার ম্যাপ, যেখানে শালিখা সম্পর্কিত অধিকাংশ তথ্য আছে। এরপরই আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন ম্যাপ। রয়েছে ১০ ফুট/১০ ফুট মুক্তিযুদ্ধবেদি। টাইলসের ওপর অংকিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও তার জীবনী। এর নিচে তথ্য সংবলিত সাত বীরশ্রেষ্ঠের ছবি।
এছাড়া ৬ ফুট উচ্চতা সম্পন্ন ভূ-গোলক। প্রতিটি গ্রহের নাম, ওজন, ঘূর্ণায়ন গতি, তার বছর, সূর্য হতে তার দূরত্ব এসব বর্ণনা আছে। রয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রতিকৃতি, জাতীয় স্মৃতিসৌধের সাত স্তরের বর্ণনা। এছাড়া রয়েছে পিরামিড ও আইফেল টাওয়ারের প্রতিকৃতি।
প্রতিদিন জ্ঞানপিপাসু মানুষ, শিক্ষক-শিক্ষার্থীরা এসব স্থাপনা দেখতে ভিড় জমায়। এ সব মানুষের পদচারণায় শিক্ষা পার্কটি সব সময় মুখরিত থাকে। পার্কটিতে শিক্ষণীয় আরো নতুন উপকরণ সংযোজন চান এখানে জ্ঞানপিপাসুরা।
শিরোনাম:
- খুলনাঞ্চলের মহাসড়কে পায়ে পায়ে ‘মৃত্যুফাঁদ’
- যশোরে অবৈধ ইটভাটা বন্ধে ধীরগতি
- খেজুর গুড় তৈরিতে ব্যস্ত যশোরের চাষিরা
- যশোর সম্মিলনী ইনস্টিটিউশন প্রাক্তন ছাত্র পুনর্মিলনী ৮ ফেব্রুয়ারি
- বাপা যশোর অঞ্চলের মিলন মেলা অনুষ্ঠিত
- পিকনিকের দাওয়াত খেতে গিয়ে মারধরের শিকার বিএনপি নেতার সংবাদ সম্মেলন
- চৌগাছায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিদায় সংবর্ধনা
- ঝিকরগাছার লাউজানী রেলক্রসিং ত নয় যেন মরণফাঁদ