বাংলার ভোর প্রতিবেদক
‘আত্মবিশ্বাসে সাবলম্বী হই আমরা অপরাজিতা’ এই স্লোগানকে সামনে রেখে যশোরে নারী উদ্যোক্তাদের অন-লাইন প্ল্যাটফর্ম ‘অপরাজিতা’-এর মিটআপ- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে শহরের রেড ক্রিসেন্ট সোসাইটিতে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। সিনিয়র ও জুনিয়র উদ্যোক্তাদের সমন্বয়ে এই অনুষ্ঠানে ১০৮ জন সদস্যের গ্রুপটি তাদের পথচলার নতুন বার্তা দিল।
২০২৩ সালে ২০ জন উদ্যোক্তা নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ‘অপরাজিতা’। এবারের মিটআপে ৫ জন গ্রুপ এ্যাডমিনসহ ১০৮ জন গ্রুপ সদস্যের সবাই উপস্থিত ছিলেন। মিটআপে উপস্থিত এ্যাডমিনদের মধ্যে ছিলেন, Shohelys kitchen স্বত্তাধিকারী সোহেলি পারভীন, Sazias exclusive cake সাজিয়া আফরিন টুম্পা,Baking & more সৈয়দা শারমিন সুলতানা, তিন্নির রান্নাঘর (ভর্তাবাড়ি) মাহবুবা সুলতানা তিন্নি, Baking house jashore ফারজানা ইয়াসমিন মিরা।
 গ্রুপ এ্যাডমিন সোহেলী পারভীন বলেন, ‘সংসারের কাজের পাশাপাশি আমরা নিজেদের তৈরি খাবার বিক্রি করি। এই কাজের মাধ্যমে আমরা নারীরা পুরুষের পাশাপাশি সংসারে বাড়তি আয়ের সুযোগ তৈরি করতে পেরেছি। আমরা যারা আজ মিলিত হয়েছি, সবাই মিলে আগামীতে আরও ভালো কিছু করার প্রত্যাশা রাখি।
গ্রুপ এ্যাডমিন সোহেলী পারভীন বলেন, ‘সংসারের কাজের পাশাপাশি আমরা নিজেদের তৈরি খাবার বিক্রি করি। এই কাজের মাধ্যমে আমরা নারীরা পুরুষের পাশাপাশি সংসারে বাড়তি আয়ের সুযোগ তৈরি করতে পেরেছি। আমরা যারা আজ মিলিত হয়েছি, সবাই মিলে আগামীতে আরও ভালো কিছু করার প্রত্যাশা রাখি।
আরেক এ্যাডমিন মাহবুবা সুলতানা তিন্নি জানান, দুই বছর পূর্তি উপলক্ষে গ্রুপের সদস্যরা একসাথে মিলিত হয়েছেন। তিনি আরও বলেন, তাদের এই গ্রুপের উদ্যোক্তারা এখনো মাসিক ২৫০০ এরও বেশি অর্ডার সফলভাবে ডেলিভারি দিয়ে থাকেন। মূলত বাসায় তৈরি মানসম্মত খাবার বিক্রি করাই তাদের প্রধান উদ্যোগ। অনলাইন অর্ডারের মাধ্যমে তাদের তৈরি কেক, পিঠা, দুপুরের খাবার এবং নাস্তা সবচেয়ে বেশি বিক্রি হয়। এই একসাথে মিলিত হওয়ার লক্ষ্য হলো নিজেদের মধ্যেকার সম্পর্ককে আরও গভীর করা এবং অভিজ্ঞতা বিনিময় করা।’
নতুন উদ্যোক্তাদের আহবান জানিয়ে তিনি আরো বলেন, অর্থ দিয়ে না পারলেও আমি আপনাদের সার্বিক সহযোগিতা করব। আজ থেকে কাজ শুরু করুন, নিজেরা সাবলম্বী হোন। যে যেটা ভালো পারবেন সে সেটা নিয়েই কাজ করুন। তাহলে সে কাজে ভালো ফলাফল আসবেই।
মিটআপে আগত সদস্যরা নিজের হাতে তৈরি বিভিন্ন ধরণের পিঠা, কেক, রোল, প্যাটিসসহ বাহারি ৭৮ প্রকার খাবারের এক মনোমুগ্ধকর পসরা সাজিয়ে রাখেন। এসময় উদ্যোক্তারা একে অপরের খাবার তৈরির পদ্ধতি (রেসিপি) বিনিময় করেন এবং তৈরি খাবারের স্বাদ গ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে, সেরা বিক্রেতাদের উৎসাহ প্রদানের জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এই মিলনমেলা নারী উদ্যোক্তাদের পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে এবং তাদের উদ্যোগকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।
 
		 

