বাংলার ভোর প্রতিবেদক
‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে কালেক্টরেট ভবন চত্বরে যশোর জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও মহড়া হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার, যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. মালিকুজ্জামান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।

র‌্যালি শেষে দুর্যোগ মোকাবেলায় করণীয় সম্পর্কে এক বাস্তব মহড়ার আয়োজন করা হয়। মহড়াটি বাস্তবায়ন করে যশোরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার ফাইটাররা কালেক্টরেট ভবন চত্বরে অগ্নিকাণ্ড ও পানিতে ডোবা রুগী উদ্ধারপূর্বক প্রাথমিক চিকিৎসার বিষয়গুলো হাতে-কলমে প্রদর্শন করেন। দ্রুত ও কার্যকরভাবে দুর্যোগ মোকাবিলা এবং জীবন রক্ষার কৌশলগুলো দেখে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় জমান।

মহড়া শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। তিনি সকলকে দুর্যোগকালীন প্রস্তুতি ও মহড়ার বিষয়গুলো গুরুত্ব সহকারে নেয়ার আহ্বান জানান। এই মহড়াটি দুর্যোগ মোকাবিলায় স্থানীয় সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version