মণিরামপুর প্রতিনিধি
যশোর-৫ (মণিরামপুর) আসনের অলি-গলি, পাড়া মহল্লা, বাজারের ব্যবসায়ী ও সাধারণ ভোটারের কাছে ঈগল প্রতীকের প্রচার প্রচারণা, গণসংযোগ, পথসভা এবং লিফলেট বিতরণ অব্যাহত রেখেছেন স্বতন্ত্র এমপি প্রার্থী এসএম ইয়াকুব আলী।
গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঈগল মার্কার নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেন তিনি। এ সময় ইয়াকুব আলী বলেন, ‘আপনাদের সার্বিক উন্নয়নের জন্য আমি এবার স্বতন্ত্রভাবে নির্বাচনে দাঁড়িয়েছি। আপনারা আমাকে সহযোগিতা করেন এবং আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে প্রত্যেকে একটি ঈগল মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আপনারা জনগণই পারেন আমাকে সংসদে পাঠাতে’।
তিনি আরো বলেন, ‘ইতিমধ্যে আমার নির্বাচনী প্রচারণায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। আমার বিশ্বাস স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হলে আমি জয়লাভ করবো। কাজেই আপনারা আমার জন্য দোয়া করবেন এবং ঈগল মার্কায় ভোট দিবেন। আপনারা আমার উপর আস্থা রাখেন, আমি আপনাদের আস্থার প্রতিদান দিবো’।
পথসভায় উপস্থিত ছিলেন হরিদাসকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিরাঞ্জন বিশ্বাস, হরিদাসকাটি ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সুকৃতি বিশ্বাস, আওয়ামী লীগ নেতা বিএম নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা বাবলুর রহমান, প্রদীপ হালদার, নিত্য বিশ্বাসসহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।
অপরদিকে, গতকাল বিকেলে স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলীর নির্বাচন পরিচালনা কমিটি ঝাঁপা ইউনিয়নের উদ্যোগে রাজগঞ্জ বাজারে এ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন ঝাঁপা ইউনিয়ন চেয়ারম্যান সামছুল হক মন্টু। মিছিলে অংশ নেন ঝাঁপা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাওছার আহমেদ, উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল বাসার, সন্দীপ ঘোষ, সম আলাউদ্দিন, শহিদুল ইসলাম মিলন, আশরাফুজ্জামান, মেম্বার আবুল কাশেম, কৃষকলীগ নেতা সাবেক চেয়ারম্যান গোলাম রসুল চন্টা, জেলা কৃষকলীগের স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এসএম রবিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা মারুফ আলী রাজী, মশিউর আলম, আব্দুর রউফ, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী আমেনা বেগম, সালমা খাতুন, মেম্বার খালেদুর রহমান টিটু, শাহীন আরা বেগম, হাফিজুর রহমান বাঙ্গালী, আমিনুর রহমান, মোশারফ হোসেন মোশা, সাইফুল ইসলাম, জহির উদদীন, মেহেদী হাসান রনি, স্বেচ্ছাসেবকলীগ নেতা, জুয়েল রানা অপু, শাহিনুর রহমান শাহিনসহ স্থানীয় আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।
শিরোনাম:
- আলুর দাম লাগামহীন ভোক্তার নাভিশ্বাস
- শীতে ফুটপাতে গরম কাপড় বিক্রির ধুম
- একটা সংস্কার কমিটি দিয়ে সংবিধান সংস্কার সম্ভব না: মির্জা ফখরুল
- নিখোঁজের ৩ দিন পর কপোতাক্ষ নদে মিলল বৃদ্ধার মরদেহ
- কৃষ্ণনগরে আরাফাত কোকো স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন রতনপুর
- পাখির সাথে মানুষের ভালোবাসার গল্প !
- সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
- যশোর মটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচন সংস্কার ও উন্নয়ন পরিষদের পক্ষে ২৭টি মনোনয়নপত্র ক্রয়