মোস্তাফিজুর রহমান মিন্টু, কেশবপুর
যশোর-৬ কেশবপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুল ইসলাম বলেছেন, কেশবপুরের বিভিন্ন ইউনিয়ের রাস্তা-ঘাট পাকাকরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আপনাদের সহযোগিতা পেলে কেশবপুরের ব্যাপক উন্নয়ন করা হবে। পলি জমে যেসব খাল- বিলে জলাবদ্ধতা হয়েছে তার তালিকা করতে নির্দেশনা দেয়া হয়েছে। আশা করছি দ্রুত খাল খনন করে পানি নিস্কাসনের ব্যবস্থা করে জলাবদ্ধতা দূর করা সম্ভব হবে। আমি স্বপ্ন দেখি কেশবপুর উপজেলার প্রত্যাকটি রাস্তাঘাট পাকা হবে। পাকা রাস্তাগুলো সোলার লাইট দ্বারা আলোকিত হবে। শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে কোনো শিক্ষার্থী ঝড়ে পড়বে না।
কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর বাজার সংলগ্ন মাঠে গতকাল বিকেলে যুব সমাজের আয়োজনে সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহবায়ক জি এম হোসেনের সভাপতিত্বে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেশবপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম রেজা, যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মাহফুজ, ইউপি সদস্য হুমায়ুন কবির টিনু, যুবলীগ নেতা তরিকুল ইসলাম, টিপু সুলতান, আব্দুল হামিদ, তরিকুল ইসলাম গাজী, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ, শ্রীকান্ত, তুষার হোসেন সহ বিভিন্ন শ্রেণীর পেশাজীবীর মানুষ।
একই দিন সকালে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের আয়োজনে, দুপুরে কেশবপুর জুয়েলার্স মালিক সমিতির আয়োজনে ও সন্ধ্যায় উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের বরণডালী এসএসজি সেকেন্ডারি মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুল ইসলাম। অপরদিকে নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুল ইসলামকে বিভিন্ন সংগঠন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
শিরোনাম:
- মণিরামপুরে বাসের ধাক্কায় নিহত ২, বাসচালক আটক
- মাগুরায় জামায়াতে ইসলামীর দ্বায়িত্বশীল সমাবেশ ও জেলা কার্যালয় উদ্বোধন
- যশোর পাউবোর রেস্টহাউজে নারী নিয়ে ধরা এক ওসি : মোটা টাকায় রফা !
- ভবদহ সমস্যার স্থায়ী সমাধানের প্রত্যয় সোহাগের
- নির্বাচনকে পিছিয়ে দেয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- আগামী সংসদ নির্বাচনে ইসলামী জোটকে বিজয়ী করুন : অধ্যাপক গোলাম রসুল
- সাংবাদিকদের সাথে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলী আসগার লবীর মতবিনিময়
- কলারোয়া পৌর ছাত্রদলের আহবায়কসহ ৪ জনের বিরুদ্ধে ছিনতাই মামলা