মণিরামপুর প্রতিনিধি
যশোর-৫ (মণিরামপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও যশোর জেলা কৃষক লীগের সহ-সভপতি এসএম ইয়াকুব আলী বলেছেন, আমার কাজে ভুল দেখলে ধরিয়ে দেবেন। তাহলে কাজ করতে আমার জন্য সুবিধা হবে। ভুল ত্রুটি ধরিয়ে না দিলে কাজ করা আমার পক্ষে অসুবিধা হবে। মণিরামপুরে যত অনিয়ম দুর্নীতির তথ্য আছে সেগুলো আপনাদের বেশি বেশি করে তুলে ধরতে হবে। তাহলে আমি আগে থেকে সতর্ক হয়ে ভালভাবে কাজ করতে পারব।
গতকাল বিকেলে মণিরামপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবনির্বাচিত এমপি বলেছেন, আপনারা গেল পাঁচ বছর মন খুলে লিখতে পারেননি। আমি জানি আপনাদের মনে কষ্ট আছে। মণিরামপুর ও যশোরের সাংবাদিকদের সাথে কথা বলে আমি তা বুঝতে পেরেছি। আপনারাও চেয়েছিলেন মণিরামপুরে একটা পরিবর্তন আসুক। যোগ্য নেতৃত্ব আসুক। আমার এই বিজয়ের পিছনে আপনাদের (সাংবাদিকদের) ভূমিকা অনেক। এখন আমি দায়িত্ব পেয়েছি। আপনারা এখন থেকে মন খুলে লিখবেন।
ইয়াকুব আলী বলেন, মণিরামপুরে কিছু সাংবাদিক আলাদা সংগঠন করেছেন। তারা একে অপরের বিরুদ্ধে লিখছেন। এটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। মণিরামপুরে প্রেসক্লাব হবে একটি। দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে একসাথে আপনাদের কাজ করতে হবে।
প্রেসক্লাবের সভাপতি ফারুক আহম্মেদ লিটনের সভাপতিত্বে এ সময় অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী মাসুদ প্রমুখ।
শিরোনাম:
- একই সঙ্গে দুই কলেজের অধ্যক্ষ জাহিদুলের নজিরবিহীন দুর্নীতি
- অভয়নগরকে হারিয়ে ফাইনালে কালীগঞ্জ
- অফিস সহকারী পদে হেলালের এমপিওভুক্তি নিয়ে লুকোচুরি
- শিক্ষার মান উন্নয়নে ভালো শিক্ষক দরকার
- উপশহর টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষা সফর অনুষ্ঠিত
- ‘বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে সবাইকে এক হয়ে কাজ করতে হবে’
- যশোরে নতুন আঙ্গিকে ব্রাদার্স ফার্নিচার শো রুম উদ্বোধন
- আলুর দাম লাগামহীন ভোক্তার নাভিশ্বাস