মোস্তাফিজুর রহমান মিন্টু, কেশবপুর
আপনারা আমাকে ভোট ও ভালোবাসা দিয়ে এমপি বানিয়েছেন আমি আপনাদের সেবা করতে চাই। আমি আপনাদের পরিবারের মানুষ হয়ে আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই। কোনো কাজ নিয়ে আমার কাছে ছুটে যেতে হবে না। আমি যে কোনো প্রয়োজনে আপনাদের কাছে আসবো ইনশাআল্লাহ।
নির্বাচনকালে যারা আমাদের আপনাদের মনে কষ্ট দিয়েছেন তাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি। অতীতের গ্লানী ও সকল হিসেব নিকেশ ভুলে যাবেন। কোনো নিয়োগ বাণিজ্য, দখলবাজি, চাঁদাবাজি আমার এলাকায় চলবে না। মোটরসাইকেল শ্রমিক, ভ্যান শ্রমিকদের কাছ থেকে চাঁদাবাজি বন্ধ করতে হবে। আমার নাম ভাঙিয়ে কেউ কোনো সুযোগ নেয়ার চেষ্টা করবেন না। অনৈতিক সুযোগ সুবিধা ভোগ করার চেষ্টাকারিরা আমার কাছে আসার চেষ্টা করবেন না। ক্ষণিকের দুনিয়ায় আমার ভিতরে লালসা নেই। আমি সাবেক প্রয়াত শিক্ষা মন্ত্রী এএসএইচকে সাদেক ও তাঁর সহধর্মিনী প্রায়ত সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের শিক্ষা আর আদর্শ বুকে ধারণ করে লালন করে রাজনীতি করতে এসেছি। আপনারা দোয়া করবেন এমপি হিসাবে দায়িত্ব পালন কালে কোনো লালসা যেন আমার মনে না আসে।
দ্বাদশ জাতীয় যশোর-৬ কেশবপুর আসনের নবনির্বাচিত সর্বকনিষ্ট সংসদ সদস্য খন্দকার আজিজুল ইসলাম গতকাল বিকেলে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, সদর ইউনিয়নের মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয় ও বিদ্যানন্দকাটি ইউনিয়নের ভান্ডারখোলা বাজারে পৃথক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এদিকে শুক্রবার বিকেলে হাসানপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কারিগরি বিদ্যালয় ও মজিদপুর ইউনিয়নের শ্রীফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গন এবং সদর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামবাসীর আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। হাসানপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কারিগরি বিদ্যালয়ে বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম খোকনের সভাপতিত্বে ও মজিদপুর ইউনিয়নের শ্রীফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে নুরুল ইসলামের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেশবপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন যুবলীগের য্গ্মু আহ্বায়ক শামীম রেজা, যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মাহফুজ, ইউপি সদস্য হুমায়ুন কবির টিনু, যুবলীগ নেতা তরিকুল ইসলাম, টিপু সুলতান, আব্দুল হামিদ, তরিকুল ইসলাম গাজী,ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ, শ্রীকান্ত, তুষার হোসেনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
অপরদিকে নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুল ইসলামকে বিভিন্ন সংগঠন, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ তাকে ফুলেল শুভেচছা জানিয়েছেন।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version