মহেশপুর সংবাদদাতা
আল্লাহর নামে কটূক্তি করা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহার শাস্তির দাবিতে মহেশপুর বিক্ষোভ মিছিলে হয়েছে।
আল সাদাকাহ ফাউণ্ডেশনের আয়োজনে শুক্রবার জুম্মার নামাজ শেষে কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কলেজ বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, আল সাদাকাহ ফাউণ্ডেশনের চেয়ারম্যান মাসুম বিল্লাহ, ক্যাশিয়ার রাব্বি, সদস্য জাহিদুর রহমান সোহাগ, সরোয়ার হোসেন, আলিম উদ্দিন, মিরাজ আলী, আতিক ইসলাম, রিজভীসহ এলাকার মুসল্লিরা।