আশাশুনি সংবাদদাতা

আশাশুনিতে আৎ-তাক্ওয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্তমানবতার সেবায় আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। রোববার বিকেল ৫টায় ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ উপজেলা জামায়াত কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষারের হাতে উক্ত অনুদানের টাকা তুলে দেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের চিকিৎসা বাবদ ২৫ হাজার টাকা এবং বন্যায় কবলিত অসহায় দুস্থ পরিবারের জন্য ২৫ হাজার টাকা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোশারফ হোসেন, সহ-সেক্রেটার মাওলানা আব্দুল বারী, বাইতুল মাল সেক্রেটারি মাওলানা আনারুল ইসলাম, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস, বড়দল ইউনিয়ন জামায়াতে নায়েবে আমির আব্দুল ওয়াজেদ, উপজেলা ইয়াং সোসাইটির সভাপতি ডাক্তার রোকনুজ্জামান। আৎ-তাকওয়া ফাউন্ডেশনের সভাপতি সরদার মনিরুল ইসলাম,সহ-সভাপতি হাবিবুর রহমান লিপু, সেক্রেটারি বাদশা জামান, সহ-সেক্রেটারি ফিরোজ আহমেদ, অফিস ও দপ্তর সম্পাদক আব্দুল আলিম,অর্থ সম্পাদক রাজু আহমেদ।

Share.
Exit mobile version