সাতক্ষীরা সংবাদদাতা: বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকাল ১০ টায় বেসরকারি সংস্থা আশার আনুলিয়া ব্রাঞ্চের উদ্যোগে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আশার আনুলিয়া ব্রাঞ্চের ম্যানেজার শেখ বাশির উদ্দিনের সভাপতিত্বে ক্যাম্পে উপস্থিত ছিলেন সমাজসেবক আব্দুল হাকিম সানা, কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন, মেডিকেল অফিসার ডা নিত্যানন্দ সরকার, সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক সদস্য আবদুল হাকিম প্রমুখ।
ফ্রি মেডিকেল ক্যাম্পে দিনভর দুই শতাধিক গরিব অসহায় হতদরিদ্রদের বিনামূল্যে ডায়াবেটিস, রক্ত, প্রসাব পরীক্ষা, লেবুলাইজেশন করা, ড্রেসিং সেলাই, সেলাই কাটা ইত্যাদি পরীক্ষা করা হয়।

Share.
Exit mobile version