আশাশুনি সংবাদদাতা
সাতক্ষীরার আশাশুনিতে ৪০/৪২ বছরের ভোগদখলীয় খাস জমিতে বসবাসকারীদের উচ্ছেদের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ভুক্তভোগি ভূমিহীন পরিবারের পক্ষ থেকে শুক্রবার বিকেলে আশাশুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে।
কাদাকাটি ইউনিয়নের রাধাবল্লভপুর চর গ্রামের ভূমিহীন পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ৬ জন ভুক্তভোগি। বক্তব্য রাখতে গিয়ে আজিজুল ইসলাম বলেন, নদীর চরে খাস জমিতে আমরা ৩০/৪০ পরিবার ৪০/৪২ বছর বসবাস করে আসছি। আমাদের কারো ১ শতক জমিও নেই। ৬/৭ মাস পূর্বে ব্রাহ্মণ তেঁতুলিয়া গ্রামের রইচ উদ্দীন, জহির উদ্দীন, আবু সাইদ, নজরুল ইসলামের নেতৃত্বে তাদের পেটুয়া বাহিনী আমাদের উপর তাণ্ডব চারিয়ে ঘরবাড়ি ভেঙ্গে ও আগুনে পুড়িয়ে সর্বস্বান্ত করে দেয়। গুরুতর আহত ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় ৩২ জনকে আসামি করে মামলা করা হলে বিজ্ঞ আদালত ৩১ জনের জামিন বাতিল করে কারাগারে পাঠান। এর পর আবার গত বৃহস্পতিবার তারা আমাদের উপর আক্রমণ করে। আমাদেরকে ঘরবাড়ি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র করছে।
এলাহি বক্স গাজী বলেন, তারা আমার ৭০/৭৫টি গাছ কেটে নিয়েছে। মহিলাদের শ্লীলতাহানি করা হয়েছে। গ্রামে থাকতে দিচ্ছেনা। আজগর আলী বলেন, রইচ উদ্দীনরা আওয়ামীলীগ করে। তাদের অত্যাচারে আমরা খুবই কষ্টে আছি। জাহানারা খাতুন বলেন, আমি ৩ বছর চরে বসবাস করছি। আমার কিছুই নেই। ভিক্ষা করে খাই। ভিক্ষার টাকায় বাধা বসবাসের ঠাঁই ভেঙ্গে ও পুড়িয়ে দিয়ে আমাদেরকে চরম অসহায় করে তুলছে। জাকির হোসেন বলেন, গতবার আমরা এফিডেভিটের মাধ্যমে আপোষ মীমাংসা হয়। মীমাংসার সিদ্ধান্ত মোতাবেক আমরা সেখানে বসবাস করছি। এখন আবার তারা আমাদের উপর আক্রমন করে উচ্ছদের মাধ্যমে ঘরবাড়ি ছাড়া করতে চাইছে। মারপিট করছে, খুন জখমের হুমকি দিচ্ছে। তারা একই ভাবে আমাদের উপর আবার আক্রমন করেছে। সহকারী কমিশনার (ভূমি) স্যার আজ আমাদের ওখানে গিয়েছিলেন। তিনি তার অফিসে আমাদের যেতে বলেছেন। ঋষি পরিবারের ভুক্তভোগি সাগরিকা বলেন, আমরা তাদের অত্যাচারে আতঙ্কিত। আমাদের মিনতি সুবিচার চাই।
